আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এলাম



ঈদ শেষে আবারো ফিরে এলাম ব্লগে।এই কয়দিন অনেক মজা হল,কিন্তু ব্লগের বন্ধুদের অনেক মিস করেছি!!! কেমন আছেন সবাই?? সকাল থেকেই ভাবছি কিছু একটা লিখবো।কিন্তু লেখার কিছু খুঁজে পাচ্ছিনা।তাই আমার কয়েকটি প্রিয় কবিতার লাইন দিয়েই শুরু করছি ঈদ পরবর্তী ব্লগিং...... কবিতা-১ এইসব ভালোলাগে, ভোরের সোনালী রোদ এসে- আমারে ঘুমুতে দেখে বিছানায়; আমার কাতর চোখ আমার বিমর্ষ ম্লান চুল, এই নিয়ে খেলা করে। জানে সে বহুদিন আগে, আমি করেছি কি ভুল; পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রুপসীর মুখ ভালোবেসে... -জীবনানন্দ দাশ কবিতা-২ ছেলেবেলায় ভালোবাসা ছিলো একটি জামরুল গাছের সঙ্গে; সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই, জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে আছে ; গোলাপী আভার সর্বনাশে, অকাতর ভালোবেসে ফেলি তৎক্ষনাৎ সে যদি পাহাড় হয়, পাহাড় নদী হয়, নদী কাকাতুয়া হলে, কাকাতুয়া আর নারী হলে নারী -পুর্নেন্দু পত্রী কবিতা-৩ "একদা এমনি এক বাদল শেষের রাতে মনে হয় যেন শত জনমের আগে সে এসে সহসা হাত রেখেছিলো হাতে চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে সে দিনও এমনি ফসল বিলাসি হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে খুঁজেছিলো তার আনত দিঠির মানে একটি কথার দ্বিধা থরথর চূড়ে ভর করেছিলো সাতটি অমরাবতী..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.