আমাদের কথা খুঁজে নিন

   

জনাব, আপনাদের ঈদের শুভেচ্ছা চাই না। শুভেচ্ছার নিকুচি করি।

http://www.facebook.com/Kobitar.Khata
প্রতিটা ঈদে, প্রতিটা নববর্ষে আপনাদের দৌরাত্ম্য বেড়ে যায়। ঈদ শুভেচ্ছা বা নববর্ষের শুভেচ্ছার নামে আপনাদের অত্যাচার থেকে শুধু মানুষ নয় কারেন্টের খাম্বা, বাড়ির দেয়াল হতে শুরু করে গাছপালারও মুক্তি নাই। শুভেচ্ছার নামে আপনাদের নির্লজ্জ আত্মপ্রচার চলতেই থাকে। শহরের আনাচকানাচ আপনাদের বড় বড় ছবির আবর্জনায় ভরে উঠে। শহরটা হয়ে পড়ে রীতিমত একটি ডাষ্টবিন।

শুভেচ্ছার নামে কোটি কোটি টাকা নষ্ট করে পোষ্টার ছাপিয়ে নিজেদের বড় বড় ছবি দিয়ে যে নির্লজ্জ আত্মপ্রচার করছেন আপনাদের মাথায় যদি নূন্যতম সুবুদ্ধি থাকত, আপনারা যদি নূন্যতম সুশিক্ষিত হতেন তাহলে তা করতেন না। অথচ আপনারা নেতা, পাতিনেতারাই হবেন একদিন ''জনপ্রতিনিধি'', সুশীল সমাজের অংশ। আপনাদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে তা আপনাদের পোষ্টার আর বড় বড় ছবিগুলো দেখলেই বিবেকবান মানুষ বুঝতে পারে। রাস্তার কুকুরও আপনাদের সম্মান করে না। আমি দেখেছি রাস্তার নেড়ি কুত্তা আপনাদের ছবির উপর পিছনের পা তুলে দিয়ে জল ত্যাগ করছে।

হয়ত সেদিন দূরে নয় যেদিন আপনাদের মতো নেতা, পাতিনেতারা সেই জলে ভেসে যাবেন। শুধু প্রয়োজন মানুষের একটু সচেতনতা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।