আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর ১ নম্বরে অবস্থানকারী ব্লগারদের প্রতিঃ ইন্টারনেট কোনটা নিই?

I realized it doesn't really matter whether I exist or not.

এতোদিন গ্রামীণফোনের পি২ ব্যবহার করতাম। কিন্তু এর ফেয়ার ইউসেজ পলিসি নামের ধোঁকাবাজীর কারণে এটা আর ব্যবহার করতে পারছি না। আমি খুব ডাউনলোড করি না। তবে ব্রাউজ করেই অনেক ডাটা শেষ হয়। ভারি ভারি সাইট যেমন টাইম, নিউ ইয়র্ক টাইমস, ন্যাশনাল জিওগ্রাফিক ইত্যাদি সাইট ভিজিট করা হয় বলে ডাটা বেশি খরচ হয়।

আর জিপির বাচ্চা জিপি এটাকেই ৫জিবি হিসেব ধরে গতকাল রাতে আমার স্পিড ২ কেবি করে দিয়েছে। জিপির অনেক অত্যাচার সহ্য করেও জিপি ব্যবহার করেছি কিন্তু এখন আর না। বাসার জন্য পারমানেন্টলি ব্রডব্যান্ড বা অন্য কোনো মোবাইল ইন্টারনেট (বাংলালিংক, রবি ইত্যাদি) নিব ভাবছি। মিরপুর ১ নম্বরে অবস্থানকারী ব্লগারদের প্রতি জানতে চাচ্ছি, এই এলাকায় সবচেয়ে ভালো হবে কোনটা? আমার এক্সাক্ট অবস্থান মিরপুর মাজার রোডে। মেথডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে।

এখানে অথবা আশেপাশে কেউ থাকলে কোন ইন্টারনেট লাইন ভালো হবে অনুগ্রহ করে জানাবেন। আর এই এলাকায় ব্রডব্যান্ড সার্ভিস কাদের ভালো জানা থাকলেও জানাবেন আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.