আমাদের কথা খুঁজে নিন

   

মিরপুর ১০ থেকে আগারগাঁও ....বন্ধ, জনস্রোত ভায়া মিরপুর ১



মিরপুর ১০ নম্বর থেকে তালতলা পর্যন্ত বেহাল অবস্থা। ওই রোডের সকল গাড়ি যাচ্ছে ১ নম্বর ঘুরে। যারা রাস্তায় বের হবার চিন্তা করছেন প্লিজ একচু বুঝেশুনে বের হোন । জ্যাম তো জ্যাম... হাঁটতেও পারবেন না মনে হয়। ঘটনার কারণঃ কারখানা খুলে দেওয়ার দাবিতে বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রোকেয়া সরণী অবরোধ করে বিক্ষোভ করেছে সহস্রাধিক তৈরি পোশাক শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় শেওড়াপাড়া এলাকার কয়েকটি কারখানায় ভাংচুর চালানোর পর সেখানকার সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সকালের ব্যস্ততম সময়ের এ ঘটনায় মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত রোকেয়া সরণীতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে অফিসমুখী মানুষ। পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে সকাল সাড়ে ১০টা নাগাদ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। শ্রমিকরা আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৯৬৫- শেওড়াপাড়ায় অবস্থিত আউটফিট, আউটরাইট ও আউটওয়্যার ফ্যাশান লিমিটেড এবং আউটরাইট ফ্যাশন ইউনিট ফ্যাশন টু এর শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে ফটকে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়।

এতে তারা ক্ষুব্ধ হয়ে রোকেয়া সরণীতে নেমে এসে আশপাশের শ্রমিকদের তাদের বিক্ষোভে অংশ নেওয়ার ডাক দেয়। তাতে সাড়া দেয় অনেকে। বিক্ষুব্ধ শ্রমিকরা রোকেয়া সরণী অবরোধ করে রাস্তার দুপাশের কমপক্ষে সাতটি কারখানায় ভাংচুর চালিয়েছে। এর আগে গত মঙ্গলবার সহকর্মীকে মারধরের ঘটনায় রোকেয়া সরণী অবরোধ করে বিক্ষোভ করেছিলো এই কারখানাগুলোর শ্রমিকরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা শেওড়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন আশ্রাফ আলী মার্কেটে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

এ ঘটনায় মার্কেটের মালিক মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের ছেলেরা শ্রমিকদের ধাওয়া করে। এ সময় তারা দুই শ্রমিককে মারধর করলে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রমিকদের শান্ত করতে র‌্যাব সদস্যরা আবদুল কাদের, তার দুই ছেলে রফিক ও শফিককে আটক করে। এরপর থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসতে শুরু করে। তবে আবদুল কাদেরকে রাতেই ছেড়ে দেয় র‌্যাব।

View this link রাস্তায়১০ থেকে কলাবাগান পর্যন্ত আসতে আড়াই ঘন্টা লেগে যাবে। দেশে হচ্ছে টা কি? সাধারণ চা পোষা মানুষগুলোর কথা কি কেউ ভাবে না? কেউ কি বলতে পারেন মুক্তি মিলবে কবে কখন কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.