আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াসার প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস!



তোফজ্জল হোসেন: ঢাকা ওয়াসার সহকারী প্রকৌশলী পদে ২৫ ও উপসহকারী প্রকৌশলী পদে ৬৩টি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। প্রার্থীদের অভিযোগ, জালিয়াতি কারণে ৭০ নম্বরের মধ্যে বুয়েটের ছাত্ররা ৭০ না পেলেও অন্য প্রতিষ্ঠানের ছাত্ররা পেয়েছে ৭০ নম্বর। গত জানুয়ারিতে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য ওয়াসা কর্তৃপক্ষ বুয়েটের পরিবর্তে এবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে প্রশ্ন তৈরি উত্তরপত্র মূলায়ন ও ফলাফল প্রস্ততকরণে চুক্তিবদ্ধ হয়। একাধিক কর্মকতা বলেন, ওয়াসার চেয়ারম্যান জোর করে সমন্বয় কমিটিতে ঢুকেছেন। ২৪ এপ্রিল পরীক্ষার সিট প্ল্যান ও পরীক্ষা চলাকালে এবং ভাইভা বোর্ডে চেয়ারম্যানের উপস্থিতিতে জাহাঙ্গীর আলম ও তৌওফিক নামে দুজন প্রার্থী তার স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। লিফলেটে প্রহসনের পরীক্ষা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চাওয়া হয়। তবে ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নাকচ করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.