আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় ফুল শাপলা - কিছু ভিডিও, কিছু গান আর সাথে কিছু ছবি ব্লগ

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
'মনপুরা' সিনেমাতে একটা দৃশ্যের কথা খেয়াল আছে? যেখানে নায়ক প্রিয়তমাকে নিয়ে নৌকায় করে গান গাইতে গাইতে শাপলা ভরা বিলে ঘুড়ে বেড়াচ্ছে। আমার খুব ইচ্ছে করে এরকম একটা শাপলা ভরা বিলে ঘুড়ে বেড়াতে। কারো কি এইরকম পরিচিত শাপলা ভরা বিল চেনা আছে? (ধন্যবাদ কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার, পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে) এমপিথ্রি নামাতে এখানে ক্লিক করুন: ভার্সন ১ - উপমহাদেশের যন্ত্র ভার্সন ২ - পাশ্চাত্য যন্ত্র যাও পাখি বলো তারে (মনপুরা) কণ্ঠ: কৃষ্ণকলি ও চন্দনা মজুমদার সোনারও পালঙ্কের ঘরে, লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক, মনে রেখ এ আমারে । বুকের ভেতর নোনা ব্যাথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপাড় একা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা ।

যাও পাখি যারে উড়ে, তারে কয়ো আমার হয়ে চোখ জ্বলে যায় দেখব তারে, মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক, মনে রেখ এ আমারে । --------------------------------------------------------------------- --------------------------------------------------------------------- শাপলা ফুলের সৌন্দর্য চিরকাল আমাকে বিমোহিত করে। আগে বিলে, পুকুরে, রাস্তার পারের ডোবায় অনেক শাপলা দেখতে পেতাম। এখন জনসংখ্যার চাপে পতিত খাল বিল কমে আসছে। চাষাবাদ হচ্ছে প্রতি বর্গ ইঞ্চিতে!! শাপলা হয়ে পরছে অবহেলিত ফুল।

তাই আসুন ভার্চুয়াল জগতে শাপলা বিলাস করি, ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. ৯. ১০. আরো তথ্য জানতে এখানে ক্লিক করুন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.