আমাদের কথা খুঁজে নিন

   

এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে রাষ্টপক্ষের আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ মন্তব্য করায়  আদালতে এ অভিযোগ আনেন প্রসিকিউশন। আজ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়।

গত ১৬ আগস্ট জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে কঠোর সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের মানদ- পূরণ করতে পারেনি। গোলাম আযমের বিচার প্রক্রিয়া ত্রুটিযুক্ত । 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।