আমাদের কথা খুঁজে নিন

   

এইচআরডব্লিউর বিরুদ্ধে শুনানি বৃহস্পতিবার

বিচারপতি ফজলে কবির নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার শুনানির এই দিন ঠিক করে দেয়।
গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় মঙ্গলবার এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।
ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা- জানতে আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।
ভবিষ্যতে এ ধরনের বিবৃতি বা প্রতিবেদন প্রচারের ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।

 
এইচআরডব্লিউ পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাপক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দেয়ায় গত ১৫ জুলাই গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ে বলা হয়, অপরাধ বিবেচনায় সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় গোলাম আযমকে ওই সাজা দেয়া হয়েছে।
আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে গত ১৭ অগাস্ট একটি বিবৃতি দেয়  হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগও তুলে ধরে তারা।  
 

বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না।

এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।    
ট্রাইব্যুনালে জমা দেয়া প্রসিকিউশনের আবেদনে বলা হয়, গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল গোলাম আযমের মামলার রায় দেয়ার পর বর্তমানে আপিল বিভাগে মামলাটি বিচারাধীন।
“এরই মধ্যে গত ১৬ অগাস্ট হিউম্যান রাইটস ওয়াচ নামের সংস্থাটি পক্ষপাতদুষ্ট ও অসৎ উদ্দেশ্যে ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শীর্ষক ওই বিবৃতি প্রকাশ করে।


ট্রাইব্যুনালের বিচারকদের প্রশ্নবিদ্ধ করতেই ‘উদ্দেশ্যমূলকভাবে’ এ ধরনের ‘পক্ষপাতদুষ্ট, বানোয়াট ও ভিত্তিহীন’ বিবৃতি দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রসিকিউশনের আবেদনে।
অভিযোগ জমা দেয়ার পর প্রসিকিউটর তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন, “গোলাম আযমের মামলার বিচারিক বিষয়ে বিবৃতিতে যে মন্তব্য করা হয়েছে তাতে ট্রাইব্যুনালের ভাবমূর্তিকেই শুধু আঘাত করা হয়নি, আঘাত করা হয়েছে পুরো বিচার প্রক্রিয়াকেই। ”
এইচআরডব্লিউর অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন এই প্রসিকিউটর।
তিনি বলেন, “এ সংস্থার পক্ষপাতদুষ্ট ভুরি ভুরি প্রতিবেদনের প্রমাণ আমরা পেয়েছি। তাছাড়া তাদের প্রতিটি প্রতিবেদনই দাতাভিত্তিক।

এ ক্ষেত্রে তারা দাতাদের নাম পরিচয় গোপন রাখে। এ সংক্রান্ত প্রচুর তথ্য-উপাত্ত আমাদের কাছে আছে, যা আমরা শুনানিতে উপস্থাপন করব। ”             

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।