আমাদের কথা খুঁজে নিন

   

এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মজীনার উদ্বেগ

মানবতাবিরোধী অপরাধীদের মামলায় নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।আজ বুধবার ওয়াশিংটন পোস্টের এক খবরে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রদূত মজীনা নিজের উদ্বেগের কথা জানিয়ে বলেন, মানবাধিকার নিয়ে এইচআরডব্লিউর মতো একটি মানবাধিকার সংস্থার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে।

খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।এর কারণ হিসেবে বলা হয়, এক বিবৃতিতে সংস্থাটি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া রায়কে ‘ত্রুটিপূর্ণ’ এবং এই রায়ে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি বলে উল্লেখ করেছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।