আমাদের কথা খুঁজে নিন

   

আবারও গার্লফ্রেন্ড কাব্য....

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
এক্কা লিলি লিলি লিলি, ফুল না দিয়া ক্যামনে রে তুই কাঁটার আঘাত দিলি? তর বাপের বাগান থিকা চাইছিলাম এক ফুল, তর বাপে কইলো, ‘ওকে, যা চাইছো কবুল’। আমি ভাবছি সাতটা গোলাপ একটারে তো দিব, ফুল তুলতে দুদিন পরে বাগানে আসিব। চোখ বুইজ্জা বিয়া কইরা বাসায় আসতে দেরী, ও আল্লাগো, এতো দেখি তুমগো কামের ছেরি। তর বাপেরে বিশ্বাস কইরা করছি চরম ভুল, বুঝি নাইতো কামের ছেরিও হের বাগানের ফুল। দোক্কা আমি তুলা রাশির জাতক, মীন কিংবা বৃষ না, তবু আমার মাথায় শনি ভর করেছে তৃ্ষ্ণা। বুলেট গুলি মিস হবে বাট ভালবাসা মিস না, যখন তখন ছাইরা যাওয়ার ভয় আমারে দিস না! তিক্কা ও বুবলি রে বুবলি, আমারে ডুবাইয়া তুই নিজেও ডুবলি। তোর গুন্ডা জামাই আমায় কইরা দিছ ব্যান, তোর আর আমার কথা হেরে কইতে গেলি ক্যান?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.