আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে চাকুরির স্বাদ



প্রথম আলো: ওয়েজ বোর্ড অনুসারে নিয়োগ পেলে বেতন ভালো। কিন্তু আত্মসম্মানবোধ বজায় রাখা যাবেনা। যত পুরনো হবেন, ততই সম্পাদকের চক্ষুশুল হবেন। উঠতে বসতে অপমানিত হবেন। জি মতি ভাই, জি মতি ভাই বলে হাত কচলাতে হবে।

আশে পাশে জুনিয়ররা থাকবে। তাদের কথা ভাবলে চলবে না। আপনাকে মাথায় রাখতে হবে এই বাজারে চাকরি ছাড়লে বিপদ। আর মহামান্য মতি ভাইরও হিসাব হচ্ছে, একজন পুরনো লোক চলে গেলে অর্ধেক বেতনে আরেকজনকে রাখা যাবে। ফলাফল একটাই, নিজেকে কুত্তা-বিলাই ভেবে শান্ত রাখতে হবে।

( ক'দিন পরপরই প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আজকেও প্রথম আলোতে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। একজন সাবেক কুত্তা-বিলাই হিসাবে আমার পরামর্শ হচ্ছে, যারা এই প্রতিষ্ঠানের চাকুরিকে ড্রিম জব ভাবেন, তারা যেন বুঝে-শুনেই আগ্রহী হন। এমন যদি হয়, আপনি এর চেয়েও খারাপ অবস্থায় আছেন, তাহলে একটা ভালো ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিছুদিনের জন্য চালিয়ে যাওয়া যায়। কারণ, নতুন অবস্থায় কিছুটা ভালো থাকবেন।

আরেক কথা, প্রথম আলোতে এইচআর বিভাগে শ্যামল মল্লিক নামের যে একজিমা রয়েছে তার মৌখিক আশ্বাসে বিশ্বাস রাখবেন না। সে আগের প্রতিষ্ঠানে চাকুরির পদত্যাগপত্র দেখে নিয়োগপত্র দেয়। তখন দেখবেন আপনাকে ঠকানো হয়েছে। কিন্তু কিছু করার থাকবেনা। তাই সাধু সাবধান।

) আমি একটি প্রতিষ্ঠানের অভিজ্ঞতার কথা বললাম। আপনারাও অভিজ্ঞতা শেয়ার করুন। যাতে চাকুরিপ্রার্থীরা উপকৃত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।