আমাদের কথা খুঁজে নিন

   

আলোর পথে

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

পথ আমাদের ভেজা তারপর আবার অনেক কাদা, হাটলে পা পিছলে যায় তবু পথ অতিক্রম করতে হবে অতি সন্তর্পণে। এগিয়ে যেতে হবে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে খুঁজে বের করতে হবে আলোর ফোয়ারা; প্রজ্বলিত মশাল নিয়ে ফিরতে হবে। এর আলো পৌঁছে দিতে হবে- পৌঁছে দিতে হবে সকল দোর্ গোড়ায়। উদ্ভাসিত করতে হবে সমাজ। মাঝেমাঝে দমকা বাতাসে নিভে যাবে মশাল এতে দমে গেলে চলবে না; উপেক্কা করে এই দমকা বাতাস আবার জ্বালাতে হবে নিভে যাওয়া মশাল। এগিয়ে যেতে হবে একসাথে রক্তিম, দ্যুতিময় সূর্যের দিকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।