আমাদের কথা খুঁজে নিন

   

যেখানেই তুমি থাক ,সেখানেই আলোর নিঃশ্বাস

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

যদি দেখ আমি নেই, সামনে ভীষন আঁধার। কখনো চোখকে বিশ্বাস করো না তোমার। যখন আমি রাতের দিকে হাত বাড়াই, দেখী সেখানেও এমন আলোর রোশনাই। যাকে ধরতে পারে ,কেবল ঐ বিশাল আকাশ। তারাই তার যোগ্য প্রেমিক ,তারার মাঝে বসবাস।

যেখানেই তুমি থাক ,সেখানেই আলোর নিঃশ্বাস। যদি হারাই নিজের চোখকে, তাই কখনো করো না বিশ্বাস। নিজের বুকের শব্দ শোন, একটি গানের মতো। সেখানে ও আমরা যেন, কাঁদছি যেন একটি ঘরে আমরা দুজন। স্বপ্ন দেখী, ঘুরে আসি বিশ্ব ভুবন।

যেখানেই তুমি থাক, সেখানেই আলোর নিঃশ্বাস। যদি হারাই নিজের চোখকে, তাই কখনো করো না বিশ্বাস। তোমার কাছে সব সাজানো, যা কিছু আমার আছে তুমিতো সবই চেন। ভেবে নিও তোমার চোখে আমার আকাশ। ভাবছ জানি মনের ঘরে স্বপ্নের আবাস।

যেখানেই তুমি থাক, সেখানেই আলোর নিঃশ্বাস। যদি হারাই নিজের চোখকে, তাই কখনো করো না বিশ্বাস। একই শহরে এল্যাবামে বাপ্পা মজুমদারের গাওয়া একটি গান। কেন যেন অনেক দিন পর গানটি শুনে ভালো লাগল। এখান থেকে নামিয়ে গানটি শুনতে পারেন।

হয়তো ভালো লাগবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।