আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমণঃ মোনাকো থেকে কান

You can't buy love on eBay.
কান ফ্রান্স রিভিয়েরা’র এক বিখ্যাত শহর। এটাকে সিনেমার নগরীও বলা হয়। মোনাকো থেকে কান যেতে গাড়ীতে সময় লাগবে এক ঘন্টা। পাহাড়ী রাস্তা আর পাহাড় কেটে তৈরি অসংখ্য টানেল পার হয়ে যেতে ভালোই লাগে। মোনাকো থেকে কান এর মাঝে ফ্রান্স রিভিয়েরা’র আরেক সুন্দর শহর নিস(Nice)।

নিস কানের চেয়েও নাকি সুন্দর তার পরও আমাদেরকে কান সিটিতেই যেতে হবে কারণ ওটা বেশী বিখ্যাত আথবা নামটা বেশী শুনেছি। সেই ছোটবেলা থেকে শোনে আসছি কান চলচিত্র উৎসব’র কথা। তাই চলে গেলাম কানে। ততক্ষনে আমার ক্যামেরা বাবাজির ব্যাটারির চার্জ খতম। কানে গিয়ে প্রথমেই সবাই যায় সেই জায়গায়, যেখানে কান চলচিত্র উৎসব হয়।

আমরাও তাই গেলাম। বিশাল অডিটরিয়াম ঠিক সমুদ্রের পাড়ে। এখানে একটি ট্যুরিস্ট অফিস আছে ওখান থেকে আপনি সিটি ম্যাপ, দর্শনীয় জায়গা গুলোর বুকলেট ও অন্যান্য ইনফরমেশন জেনে নিতে পারবেন। আর অডিটরিয়ামের নিচেই পার্কিং। ইউরোপে এই পার্কিং হলো আসল জিনিস।

কোথাও সহজে পার্কিং পাওয়া যায় না। আর যেখানে পাবেন সেটি হলো আপনার গন্তব্য হতে ২-৩ কিলো দূরে। তখন কি যে মেজাজ খারাপ হয়, আর মনে হয় রিকশা কেন নাই!! কান’এ চলচিত্র উৎসব হয় প্রতি বছর মে মাসে। তখন সিটি থাকে খুব ব্যাস্ত, সাথে হোটেল গুলোও। কাজেই সাবধান।

কান’এ দেখার মত হলো এই অডিটরিয়াম এবং আশে পাশের বিচ (সামার হলো আকর্ষনীয়) আর বিচের পাড়ের গার্ডেন। কিছু দ্বীপ আছে জাহাজ, নৌকা বা স্প্রীডবোটে যেতে পারেন। খুব নাকি সুন্দর। চলচিত্র উৎসবে আসা সেলিব্রেটিরা নাকি একান্ত সময় কাটাতে ওখানে যায়। এ ছাড়াও আপনি দেখতে পারেন বিভিন্ন মিউজিয়াম।

গ্র্যান্ড অডিটরিয়ামের সামনে থেকে পর্যটকদের জন্য গাইড সহ দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখার ব্যবস্থা আছে। জন প্রতি ১০ ইউরো টিকেট। স্পেশাল পর্যটন ট্রেনে করে ১ ঘন্টা আপনাকে ঘুরিয়ে আনবে আর একজন প্যাচাল পারবে বিভিন্ন বিষয়ে। সময় কম ছিল আর সামার চলছে এখন ইউরোপে, কে যায় বলেন সমুদ্রের পার ছেড়ে আজে বাজে জায়গায় (মিউজিয়াম) ঘুরতে। সময় থাকলে সিনেমা’র নগরীতে আপনি সিনেমাও দেখতে পারেন।

আছে সুন্দর ও আকর্ষনীয় সিনেমা হল। এবার চলুন গ্র্যান্ড অডিটরিয়াম ও আশে পাশের বিচের কিছু ছবি দেখি। ছবি গুলো মোবাইলে তোলা। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।