আমাদের কথা খুঁজে নিন

   

এফএম রেডিও’তে আরজে ভাইভা এবং সেই মেয়েটি

I am waiting for someone and I know she will ever come.
আজ গিয়েছিলাম আপ কামিং এফএম রেডিও ‘কলার রেডিও’র (১১১.২ ) আর জে হওয়ার জন্য ভাইভা দিতে। ওয়েটিং রুমে বসে আছি অস্থির চিত্তে কখন ডাক আসবে। এরই মধ্যে এক তরুণী হাঁস-ফাঁস করে করে বেরিয়ে আসলো ভাইভা দিয়ে। আমার পাশেই খুব ক্লান্তি নিয়ে বসলো। আমি তাই দেরি না করে ঝটপট প্রশ্ন করলাম আপু আপনি কি ভাইভা দিলেন.? কি কি জিজ্ঞেস করলো..? “ জ্বি ভাইভা দিলাম।

আর বলোনা এতা প্রশ্ন করেছে উত্তর দিতে দিতে অস্থির হয়েছি। যাও না দেখবে কেমন প্রশ্ন করে। তবে ওরা না অনেক আন্তরিক আমার খুব ভালো লেগেছে জানো ? গান গাইতে বলেছে গানও গেয়েছি। ” মেয়েটা আমাকে তুমি-তুমি করে অস্থির করে ফেলল। এতো আল্প সময়ে এতো বেশি কথা এবং এতো বেশি ‘তুমি’ শুধু পাক্কা আরজে দ্বারাই সম্ভব।

প্রথম দেখায়, প্রথম কথায় কোন মেয়ে এতো সাবলীলভাবে একটা ছেলেকে এতো তুমি-তুমি করে বলতে পারে আমার জানা ছিল না। মেয়েটা আমার চেয়ে ২/৪/৬ বছরের ছোট অপেক্ষা বড় হবে না বৈকি। কোন ছেলে এভাবে তুমি-তুমি বললে তার কপালে থাপ্পড় ছাড়া কিছু জুটতো না। মেয়ে বলে কথা তাই নিরবে ভালো লাগাই অনুভব করেছি। যদি কেউ প্রশ্ন করেন মেয়েটা দেখতে কেমন..? একবাক্যে বলব যদি কেউ আমাকে ওর সাথে জোড় করে বিয়ে দিয়ে দেয় আমি অখুশি হবো না।

অখুশি হতে পারব না। অখুশি হওয়া সম্ভব না। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা চলে গেল। যাওয়া সময় বললো..ভালো থাকো তুমি। অল দ্য বেস্ট।

টিকে গেলে দেখা হবে আবার। আমারও খু্ব ওকে আটকে রাখতে ইচ্ছে হলো এবং বলতে ইচ্ছে হলো ‘দাঁড়াও এতো তড়িঘড়ি করে যাচ্ছ কেন..? এক সাথে যাই। ’ কিন্তু সেটি বলার সাহস জুটলো না। একটি বারও তাকে তুমি বলে অনাবিল আনন্দের অংশীদার হতে পারলাম না। এতো কথা বলেও তার নাম, কাম ফেসবুক আইডি কিছুই জানা হলো না।

শেষ পযর্ন্ত যখন চলেই যাচ্ছে তখন তার হাতে আমার অফিস থেকে দেয়া ভিজিটিং কার্ডটা ধরিয়ে দেয়ার তীব্র আকাঙ্খা থাকা সত্ত্বে ফেল মেরেছি। ভাইবা শেষে জানতে পেলাম এটি ছিল প্রাথমিক স্তর। পযার্য়ক্রমে পরীক্ষা, আডিশন, চূড়ান্ত ভাইভা অনেক কিছুই দিতে হবে। তাই স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার সাহস করলাম। ওই মেয়ের সাথে পুনরায় দেখা পাওয়ার অপেক্ষায় না প্রতিক্ষায় থাকলাম..
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।