আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে টেলিটক !!!!!!!!!



দেশের মানুষকে এতো আশা দিয়ে যার উদয়, হায়রে ! এ কি বেহাল দশা তার। কয়েক বছর আগে যে টেলিটক টেলিটক করে পুলিশের ধাবরানি খেলাম, সেই অমূল্য সিম খানা মানি ব্যাগের চিপায় ফেলে রাখতে কেমন লাগে বলেন ? কিছুদিন আগে ব্যবহার করতাম , বিদ্যুৎ না থাকলে নেটওয়ার্ক থাকে না, ১০ মিনিট একটানা কথা বলতে ২-৩ বার লাইন কেটে যায় । আরো কর সমস্যা ব্যবহার না করলে বুঝতে পারবেন না । যখন বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলো দিন দিন এগিয়ে যাচ্ছে লাভের মুখ দেখছে , সেখানে আমাদের একমাত্র দেশী কোম্পানি টেলিটকের বেহাল দশা । সরকারের কি টাকার এতই অভাব, নাকি নেটওয়ার্কের নামে টাকা পয়সা সব খেয়ে একাকার করে ফেলেছে ।

সাধারন দেশপ্রেমী মানুষ ইচ্ছা করলেও ব্যবহার করতে পারছে না । এখন অন্য কোম্পানিগুলো লাভ করতে শুরু করেছে । এই মুহূর্তে যদি টেলিটকের উন্নয়ন করা না যায় প্রতি বছর হাজার কোটি টাকা ঐসব কোম্পানিগুলো লাভ করবে । আর এ টাকা সম্পূর্ণটাই চলে যাবে বিদেশে । তাই মুখে ডিজিটাল ডিজিটাল চাপা না মেরে কাজের কাজ করুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.