আমাদের কথা খুঁজে নিন

   

মদ্যপান খুব স্বাভাবিক একটা ঘটনা!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

[ ঈমানী আমলওয়ালা লোকজনরা কি একটু খেয়াল করবেন! রোজা রমজানের দিনে এইসব কি হচ্ছে? ] সিলেটের ওসমানীনগরে চোলাই মদ খেয়ে গুরুতর অসুস্থদের মধ্যে আরও ৬ জন মারা গেছে। এনিয়ে দুইদিনে মৃতের সংখ্যা ৮-এ দাঁড়ালো। শুক্রবার বিকেলে ফারুক মিয়া ও হারুন খাঁ নামের ২ ব্যক্তি মারা যায়। শুক্রবার গভীর রাত এবং আজ সকালে মারা যায় আরো ৬ জন।

তারা হলেন, ওসমানীনগরের দাশপাড়া গ্রামের চিত্ত দাশ ও কানু দাস, একারাই গ্রামের ঝন্টু দেব, বাক্ষ¥ণগ্রামের ছুরাব মিয়া, ইলাশপুরের ধীরু দেব এবং করনসি গ্রামের সানুর মিয়া। জানা যায়, ১৮ আগস্ট বুধবার রাতে থানার গোয়ালা বাজার পূর্ব বাজারে রাত ১০টার দিকে একদল লোক বিষাক্ত মদ পান করে। এতে তাৎক্ষণিক কোন সমস্যা না হলেও বৃহস্পতিবার সকাল থেকে এদের মধ্যে মদপানের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘন ঘন বমি করা শুরু করলে তাদের স্বজনরা আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করান। এদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় থানার এওলাতৈল গ্রামের মৃত রুশমত উল্যার পুত্র ফারুক মিয়া ও শসার কান্দি গ্রামের মৃত সুরুজ খাঁর পুত্র হারুন খাঁ মারা যায়।

পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ৬ জন মারা যায়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পশ্চিম গোয়ালা বাজারের জিলু মিয়া, জায়ফরপুর গ্রামের নিরঞ্জন নাথ, পুরকায়স্থ পাড়া গ্রামের শফিক মিয়া, তেরহাতি গ্রামের মকবুল আলী। এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী বলেন, এ পর্যন্ত আমি ৪ জনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। [ সুত্রঃ আমাদের সময়, ২১ আগস্ট ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.