আমাদের কথা খুঁজে নিন

   

যারা নতুন সেট কিনতে চাচ্ছেন (নোকিয়া)

সামু কি ছিল, আর কি হয়ে গেল !
যারা নতুন সেট কিনতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে, তাদের জন্যই আমার এই পোস্ট। অথবা আরেক কথায়, নতুন আসবে এমন একটা বাজেট হ্যান্ডসেট নিয়েও বলতে পারেন। হ্যান্ডসেট মডেলঃ নোকিয়া এক্স০৩-০২ এই সেটটি মার্কেটে আসতে পারে সামনের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, আর বাংলাদেশে আসতে আসতে হয়ত ইন্টারন্যাশনাল রিলিজ ডেটের পর আরও এক মাস। সেটের প্রধান যে দিকটি হয়ত আপনাদের কে আকর্ষন করবে সেটা হল এতে কীপ্যাড আর টাচস্ক্রীন দুইটা ফিচারই আছে আর সেটার জন্য কিছু স্লাইড করা লাগবে না (সনি এরিকসন ডাব্লু৯৬০ এর মত, যেটা অনেক হিট একটা সেট ছিল)। সে তুলনার ওয়েটও অনেক কম। কী-ফিচারস বলতে গেলেঃ - টাচস্ক্রীন আর কীপ্যাড একসাথে - ডেডিকেটেড মিউজিক কী - ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি সুবিধা - ক্লাস ১০ এজ, ৩জি এনাবলড - ওয়াইফাই আছে (ওয়াইফাই ফিচার না ব্যাবহার করলে বুঝবেন না কত কাজে লাগে) - ৫ এমপি ক্যামেরা দাম কত হতে পারে এখনো কনফার্ম হয়নি, তবে ধারনা করা হচ্ছে ১৫০০০ টাকার মধ্যেই হবে। যারা সেট কেনার কথা ভাবছেন, আর কয়দিন ওয়েট করলে ক্ষতি কি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.