আমাদের কথা খুঁজে নিন

   

আমি আপনি ও সে সত্যিকারের লম্পট



সত্যিই আমরা লম্পট। আমি আপনি ও সে। বিশ্বাস হচ্ছেনা, একটু ভেবে দেখুন - সব রাজনৈতিক দল যখন ক্ষমতার জন্য নির্বাচনে নামে আমরা লম্পটরাও উৎসবের আমেজে সকল কষ্ট পায়ে দলিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসি। তখন চিন্তাও করিনা, যেই ক্ষমতায় আসুক আমরা লম্পট জনগনের কি লাভ হবে। ভাবিনা তাদেরই লাম্পট্যপনায় আমরাও লম্পট বনে যাই।

নতুন সরকার হবে, বিগত সরকারের চেয়ে ভাল কিছু হবে, দেশ এগিয়ে যাবে, কত কি ভাবনা। অথচ ক্ষমতায় আসীন হয়েই রাজনৈতিক দলগুলো লম্পট সরকার হিসেবে ফুসে উঠে আমাদের বিরূদ্ধেই । নাগরিক অধিকারের গ্যাস, বিদ্যুৎ, পানির জন্য রাস্তায় নামলেই মামলা। লাম্পট্য সরকারের পেটোয়া বাহিনী আমাদের গলায় পরিয়ে দেয় লম্পট এর মালা। অথচ আমি, আপনি ও সে মাথার ঘাম পায়ে দলিয়েই সকল নাগরিক সুবিধা ভোগ করছি মোটা অর্থ খরচ করে।

কি পাচ্ছি সরকার হতে? প্রতিনিয়ত ঘুষ, অনাচার, ব্যভিচারই বেড়ে চলেছে। হঠাৎ ফুলে কলাগাছ হচ্ছে ক্ষমতাসীনরা। বাড়ছে অনৈতিক অর্থের বৈষম্য। রাস্তাঘাট ক্ষম-অবনতিশীল, যানজট গলার ফাঁস, নিরাপত্তা হচ্ছে টুনকো। কিন্তু আমরাইতো ক্ষমাতাসীনদের ক্ষমতায় আসীন করেছি।

আমাদেরই প্ররোচনায়(ভোট প্রদানের মাধ্যমে) তাদের লাম্পট্যপনা চলে। আজ এ রাজনৈতিক দলকে সুযোগ দিলামতো, কাল অপর রাজনৈতিক দলকে সুযোগ করে দেব। শুধু ভাল কিছু পাবার আশার, হবার আশায়, দেখবার আশায়- তাই নয় কি। সবই মিছে। আসলেই আমরাই বড় লম্পট।

প্রতিটি সরকারকেই লম্পট বানিয়ে পুরো দেশে লাম্পট্যপনা চালিয়ে জনগনকে বুঝিয়েই দেই - জনগনই সকল ক্ষমতার উৎস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।