আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিকারের ভিঞ্চি কোড!



ইতালির একজন গবেষক দাবি করেছেন, রেনেসাঁ যুগের শিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চির আঁকা চিত্রকর্ম ‘মোনালিসা’র চোখে একাধিক বর্ণ লেখা রয়েছে। বিখ্যাত এই চিত্রকর্ম নিয়ে নতুন করে আবার রহস্য সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মার্কিন লেখক ড্যান ব্রাউনের লেখা বই দ্য ডা ভিঞ্চি কোড (২০০৩) এবার বাস্তব হয়ে উঠছে। গত রোববার গবেষক সিলভানো ভিনসেতি দাবি করেছেন, মোনালিসার দুই চোখে কয়েকটি বর্ণ রয়েছে। এখান থেকে ওই ছবিটির মডেল কে ছিলেন, তা জানা সম্ভব হতে পারে।

এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি মোনালিসা নামের চিত্রকর্মটিতে লেওনার্দোর মডেল হিসেবে কে ছিলেন। প্রচলিত ধারণা হচ্ছে, ইতালির ফ্লোরেন্সের এক বণিকের স্ত্রী ছিলেন সেই মডেল। যাঁর নাম ছিল লিসা গেরারদিনি। কিন্তু ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক জাতীয় কমিটির সভাপতি ভিনসেতি বলছেন, মোনালিসার ডান চোখের মণিতে ‘এল’, ‘ভি’ বর্ণ দুটি লেখা রয়েছে; যা লেওনার্দোর নামের আদ্যক্ষর। আর বাঁ চোখে রয়েছে ‘বি’ অথবা ‘এস’ বর্ণ বা ‘সি’, ‘ই’ বর্ণদ্বয়।

এ দুটি বর্ণও কোনো অর্থ বহন করে এবং সম্ভবত তা এই চিত্রকর্মটির মডেলের পরিচয় বহন করছে। তাঁর মতে, ফ্লোরেন্সের বণিকের স্ত্রী নন, বরং মোনালিসার মডেল ছিলেন অন্য কোনো নারী। কারণ লেওনার্দো ছবিটি ইতালির মিলান শহরে বসে এঁকেছিলেন। ভিনসেতি আরও জানিয়েছেন, চিত্রকর্মটির পেছনের দিকে ‘১৪৯’ এ তিনটি সংখ্যা লেখা আছে এবং চতুর্থ একটি সংখ্যা মুছে ফেলা হয়েছে। সম্ভবত ১৪৯০ সালে মিলানে থাকার সময় ছবিটি আঁকা হয়েছিল বোঝাতেই এই সংকেত রেখেছিলেন লেওনার্দো।

দ্য ডা ভিঞ্চি কোড বইয়ের কাহিনিতে ড্যান ব্রাউন লিখেছেন, মোনালিসা নামটি আসলে মিসরীয় দেবী আমন এলইসার নাম থেকে এসেছে। ভিনসেতি বলেন, ‘লেওনার্দো প্রতীক ও সংকেতের প্রতি অনুরক্ত ছিলেন। এগুলো ব্যবহার করে তিনি বার্তা পৌঁছাতে চেয়েছেন। তিনি আমাদের জানাতে চেয়েছেন, মোনালিসার মডেল কে ছিলেন। সে জন্যই ছবির চোখে সূত্র রেখে গেছেন।

’ আগামী মাসে এ ব্যাপারে গবেষণা শেষ করবেন বলে জানিয়েছেন তিনি। গার্ডিয়ান অনলাইন Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।