আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে করলেন মাকসুদ

মেহরিন সাদিয়া সুমি

বিয়ে করলেন সঙ্গীত-তারকা, বাউল গবেষক, কবি, লেখক মাকসুদুল হক (মাকসুদ)। গত ৫ই জুলাই ২০১০ যুক্তরাজ্যের এসেক্সে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী লিরা শিরীনের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তিনি। একমাসেরও বেশি সময় অতিবাহিত হলেও এই খবরটি পত্রপত্রিকায় বিস্তারিত এসেছে গত বুধবার (১৮ আগস্ট)। নড়াইলের মেয়ে লিরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করে কর্মজীবন শুরু করেন ঢাকায়। প্রায় পাঁচ বছর বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কাজ করেন তিনি।

২০০৯ সালে তিনি কর্মরত অবস্থায় ব্রিটিশ সরকারের স্কলারশিপ নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (এসওএএস) হিউম্যান রাইটস, কনফ্লিক্ট অ্যান্ড জাস্টিস (মানবাধিকার, সংঘাত ও বিচার ব্যবস্থা) বিষয়ে উচ্চতর ডিগ্রি নিতে যান। বিয়ে প্রসঙ্গে মাকসুদ একটি দৈনিককে বলেন, আগে থেকে আমাদের মধ্যে জানাশোনা ছিল। পারিবারিক সম্মতি নিয়েই আমরা বিয়ে করেছি। এ বয়সে বিয়ে সম্পর্কে নতুন করে কি আর বলবো। আমাদের জন্য দোয়া করবেন।

মাকসুদ আরও জানান, আগামী শীতে দেশে ফিরছেন লিরা। ফেরার পর বিবাহোত্তর সংবর্ধনার মধ্য দিয়ে নববধূকে ঘরে তুলে নেবেন তিনি। অনেক দিন অডিও বাজারে নেই মাকসুদুল হক ও তার ব্যান্ড। স্টেজে কথা-সুরে গানের তেজোদীপ্ত দ্যুতি ছড়ালেও অডিও অ্যালবামে কিংবা নতুন গানে নেই একদমই। ’৯৬ সালের দিকে জনপ্রিয়তার শীর্ষে যখন ‘ফিডব্যাক’, তখন হুট করে বেরিয়ে গেলেন, গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’।

১৯৯৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘প্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ’ প্রকাশ হয়। অ্যালবামটির নাম এবং গান দু’টোই যেন গানের বাজারে নতুন করে বিস্ফোরণ ঘটায়। এর দুই বছর পর ১৯৯৯ সালে বাজারে আসে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘ওগো ভালোবাসা’। এরপর আর কোন অ্যালবামে সে অর্থে পাওয়া যায়নি মাকসুদ কিংবা তার ব্যান্ডকে। দীর্ঘ ১১ বছর পর ‘মাকসুদ ও ঢাকা’র নতুন অ্যালবাম প্রকাশ করার কথা জানান দিলেন মাকসুদ।

নতুন স্ত্রী ঘরে তোলার উপহার হিসেবে আগামী কোরবানির ঈদে এ অ্যালবামটি প্রকাশের কথা ভাবছেন কি? মাকসুদ স্মিত হেসে বললেন- না, ঠিক তা নয়। তবে বিয়েকেন্দ্রিক ব্যস্ততা শেষে এখন গানের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি। এর মধ্যে বিয়ের কারণে বেশ কিছুদিন লন্ডনে ছিলাম। মাঝখানে আমাদের বেজবাদক খোকাও খানিক অসুস্থ ছিল। তবে আর দেরি নয়।

আশা করছি বিবাহোত্তর সংবর্ধনার আগেই অ্যালবামটি শেষ করে ফেলবো। জানা গেছে, নতুন অ্যালবামে গান থাকছে মোট ১০টি। সব গানের সুর ও সংগীতায়োজন করছেন মাকসুদ নিজেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.