আমাদের কথা খুঁজে নিন

   

অন্তবিহীন যাত্রা



মাঠের আঁচল উড়িয়ে চন্দ্র ভাসে জলে উল্কি আঁকা শরীর জুড়ে রিরংসার বিষ। পথে পথে কত কিছুই দেখা হলো সবুজ গাছের মাঝে দ্রাবিড়ের বাস। কালো হয়ে গ্যাছে নদীর জল রঙিন হয় না অস্তরাগে। চল মন ফিরে চল আর কত দূর যাবি বল তীক্ষ নখর তুলে উড়ছে শকুন। কন্ঠ মেলে না দোতারায় রুদ্রাক্ষের মালা ধূলায় গড়ায় অনার্য জীবন যাপন কোথায় পাবে খুঁজে হরপ্পা, মোহেঞ্জোদারো। সুসভ্য জগতের পলিমাটি খুঁড়ে পাওয়া গেলো ভাঙ্গা সানকি এক ফালি। চল মন ফিরে চল এ জীবনের তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।