আমাদের কথা খুঁজে নিন

   

অন্তবিহীন আকাঙ্ক্ষা




কতখানি জেনে গেলে
ভাববে তুমি অনেক পেলে,
মানুষ হবার মাপের রেখা
ভেঙ্গে দিয়ে উঠে গেলে?
অনেক দূরে যাবার নেশায়
উঠতে পথে ভাঙবে সিড়ি,
ছাড়িয়ে যাবে গাছের ডগা
মস্ত উঁচু দালান বাড়ী।
দিনের শেষে তবুও তুমি
ভীষন করে বলতে পারো,
উঠে গেলাম অনেক দূরে
হয়ে গেলাম অনেক বড়?
জীবন মানে ওঠা নামা
জীবন মানে সাপ লুডু,
জীবন মানে ছক্কা মারা
হেরে যাওয়া শুধু শুধু।
বুঝবে তুমি দিনের শেষে
চলে গেলে শেষ পাখিটা,
জীবন মানে কিছু সময়
আপন মনে ভুলে থাকা,
ছাড়তে গেলে সবাই ছাড়ে
কেউ থাকেনা পিছু পিছু
উড়তে গেলে দেখবে ঠিকি
কেমন তুমি হলে নিচু।
জীবন মানে নেশার ঘোরে
আপন মনে মেতে থাকা,
ভাবনা দিয়ে মিছে মিছি
শুন্য খাতায় ছবি আঁকা।?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।