আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ অন্তবিহীন পথ চলাই জীবন!

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন। জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। ।

শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষপথে ঘোরাই জীবন, স্বপনের সমাধি খোঁড়াই জীবন, মনের গোপন ঘরে, যে শাপদ হর করে, তাকেই লালন করে চলাই জীবন। । ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন, রাম, ইসলাম আর যীশুরা জীবন, ওষুধের বিষপান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। ।

প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন, স্বপ্নের বেচা কেনা করাই জীবন, দেয়ালে ঠেকলে পিঠ লড়া-ই জীবন, প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে, ‘এ জীবন চাই না’, তা বলাই জীবন। । গান শুনতে চাইলে এখান থেকে খোচা মেরে ডাউনলোড করে নিন!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.