আমাদের কথা খুঁজে নিন

   

নিজের গাছ কাটতে চাঁদা দিতে হল রাজশাহীর যুবলীগকে



রাজশাহীতে যুবলীগের চাঁদাবাজি : নিজের গাছ কাটতে চাঁদা দিতে বাধ্য হলেন এবনে গোলাম সামাদের ছেলে রাজশাহী অফিস: দৈকি আমারদেশ ১৬ আগস্ট ২০১০ রাজশাহী মহানগরীর সিপাইপাড়া মোড়ে নিজের জমির গাছ কাটতে গিয়ে যুবলীগ ক্যাডারদের চাঁদা দিতে বাধ্য হয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও প্রবীণ শিক্ষাবিদ এবনে গোলাম সামাদের ছেলে শাহরিয়ার হোসেন। গতকাল সকালে তিনি বাড়ি তৈরির জন্য নিজেদের জমির গাছ কাটতে গেলে স্থানীয় চাঁদাবাজরা জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ৩৫শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের জন্য প্রথমে ২ হাজার টাকা ও পরে পাঁচ কেজি মাংস দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়। নগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা এবনে গোলাম সামাদের ছেলে শাহরিয়ার হোসেন গতকাল সকালে সিপাইপাড়া মোড়ে নিজেদের জমির গাছ কাটতে গেলে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ যুবলীগ ক্যাডার শাজাহান, রনি ও টেকনের নেতৃত্বে কয়েকজন গিয়ে প্রথমে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা গাছ কাটতে বাধা দেয়। এনিয়ে শাহরিয়ার হোসেন ও চাঁদাবাজদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়।

পরে শাহরিয়ার হোসেন তাদের ২ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন। এর কিছুক্ষণ পরই আবার তারা গিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের জন্য আরও ৫ কেজি মাংসের টাকা দাবি করে। তবে তা দিতে শাহরিয়ার অস্বীকার করায় ওরা হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে ওই মোড়ের দোকানদাররা চাঁদাবাজদের ভয়ে কোনো কথা বলতে রাজি হননি। শাহরিয়ার হোসেন জানান, রনি ও শাজাহান এ এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

রনি ও শাজাহানের বিরুদ্ধে অনেক চাঁদাবাজি মামলা আছে। বেশ কয়েকবার তারা জেলও খেটেছে। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি করাই তাদের কাজ। চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দেয়া হয়েছে কিনা সে ব্যাপারে তিনি বলেন, লিখিত কোনো অভিযোগ দেয়া হয়নি। তবে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

তবে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ওরা অনুষ্ঠানের কথা বলে চাঁদা নিয়ে গোপন করতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.