আমাদের কথা খুঁজে নিন

   

অলীক সময়

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....
সারাটা দিন একটি বিন্দুতে থমকে ছিল আমার সময় । বৃত্তবন্দী সূর্য আপন নিয়মে ছুটে গেছে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে । একটি সকাল নরম আলোর পালক ছড়িয়ে রুদ্র হ'য়ে উঠেছে হঠাৎ । অনেক অকথিত কথা স্পষ্ট আলোর ছুরিতে ব্যবচ্ছেদ করার আগেই এসে গেছে ভিন্ন কোন শব । ভয়ংকর দুর্বিপাকে যেমন আসতে থাকে মৃত মানুষের সারি ।

চোখের সামনে কতরকম পটবদল, কিছুই যেন দরজা পেরিয়ে আসতে পারছে না এপারে । সজাগ দ্বাররক্ষী ফিরিয়ে দিয়েছে আগন্তুক সব । সুরক্ষিত আমি আজ তোমাদের রাস্ট্রপ্রধানের মত । বহুবার আমি শুনতে চেয়েছি তার উৎফুল্ল পদধ্বনি । নিমগ্ন আশা কখনও উজ্জ্বল উদ্ভাসে প্লাবন হয়ে , কখনও উৎকন্ঠিত উদ্বেগ হয়ে আমাকে আছড়ে কেচে ধুয়ে উঠিয়েছে ।

প্রসন্ন মমতায় সাজিয়ে তুলেছে পরমাশ্চর্য সাজে । আবার মুহূর্তে ঠেলে ফেলেছে ধুসরিত পথের প্রান্তে নির্মোহ অবহেলায় । যেপথের পাশে থমকে আছে আমার সমস্ত সময় । যে পথের ধুলোয় ছড়িয়ে গেছে আমার অনন্ত অপেক্ষার মালা । এ এক অদ্ভূত খেলা ।

আমার ডুবে থাকা বর্তমান বিলুপ্ত। উদভ্রান্ত আমাকে ঠেলে দিয়ে পথচারী রিক্সা ছুটে যায় । কপালের পাশ থেকে রক্তের ক্ষীণ চোরাস্রোত । উদ্বেলিত সহপথিক যত গভীর বিষ্ময়ে নির্বিকার ধৈর্য্য দেখে পরস্পর আত্মস্থ হয় । হঠাৎ প্রত্যাবর্তনে অপ্রস্তুত হাসি ।

আমি জানি, কেবল আমি জানি এই পথে আমার পা কখনও পড়েনি । আমার চোখজুড়ে অন্য কোন মুখ , আমার পথজুড়ে অন্য কোন পথ ,আমার হাত ধরে অন্য কোন পথিক নিয়ে যাবে অন্য কোন দেশে । *******
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।