আমাদের কথা খুঁজে নিন

   

অলীক - অকৃত্তিম

আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .
আজ সবাই কেমন মুখোশ পরে নাচছি যেন জ্বরের ঘোরে.. চারপাশের বাতাশ থেকে লাল-কাল ফানুস ওড়ে । লজ্জাবতীর নূপুর পরে নাচছি কেমন ঘুরে ঘুরে অচেনা-অজানা সুরে ... ... একটু থেকে অনেক দূরে। আজ ... সত্যটাকে লুকিয়ে রেখে মিথ্যার লাল আবির মেখে দেখছি সবই রঙিন চোখে, অবাধ-অলীক কাব্য লিখে অনিশ্চিত গল্প শিখে ... নিজেকে বেঁধে চলেছি কৃত্তিমতার জটিল মোড়কে । এ নাচের শেষ কোথায় ? কখন হয়েছিল শুরু ? স্রষ্টা এবার মুচ্‌কি হেসে কুঁচকে ওঠেন ভুরু ; মনে হয় এ ইতিহাসের আমি-ই যেন গুরু ! নতুন নতুন সব মুখোশ ঢাকছি আমায় নিত্য দেখে-শুনে সত্যি এবার . . . লজ্জা পেল সত্য ।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।