আমাদের কথা খুঁজে নিন

   

অলীক বস্তু

আমাদের মায়ের শরীরের কোথাও গ্যাংগ্রিন হয়ছিলো নিজ গুনে সেটা ছড়িয়ে পড়তে চেয়েছিলো সবখানে সুতরাং একাত্তরে আমরা মায়ের অসুস্থ অংশটুকু ফেলে দিই । তবুও চামড়ার নিচে কোথাও দপদপ জ্বলেই যাচ্ছিলো ব্যথারা খুব নিঃশব্দে ঘাই মেরে মেরে অসুখটা আবারো ছড়িয়ে পড়ছে ... ঘরের জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে সকালের অক্ষর , আমি তাই লজ্জায় দরজা বন্ধ রাখি । গল্প বলাবলিতে আমি নেই আর ভাবছি সন্তানদের কেউ একাত্তরের গল্প শুনতে চাইলে অন্ধকারের মশারি থেকে চোখ নামিয়ে বলব ' বাবারা , মুক্তিযুদ্ধ বইলা কখনও কিছু ছিল না .........' ---শিবলী শাহেদ--- ১০১২১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।