আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গীয় বাগান

মশিউর রহমান

পৃথিবী এক স্বর্গীয় বাগান। এখানে আমি মানব সন্তান, মেলে দিয়ে আঁখি বিস্ময়ে ভাবি ও দেখি রুপ সুধায় চারদিক মাখামাখি! কোথাও উচু -নিচু কোথাও সমতল কোথাও লোকালয়, কোথাও বনাঞ্চল কোথাও বরফে ঢাকা, কোথাও অবারিত জল। এখানে নানা বর্ণের তরুলতা পুস্প আর বাহারি পাতা বাতাশ মিতালী করে নানা সুরে কয় কথা। মহা সাগরের পানে ছুটছে অজস্র জলরাশি ঢেউ তরঙ্গের শব্দ সুরে বাজে বাঁশী দিনে সূর্য রাতে চন্দ্র-তারা, জোনাক পোকার হাসি। নানা রং এর প্রজাপতি ভ্রমর পাখ-পাখির কলকাকলিতে মুখর মানুষ-প্রানীর মাঝে যন্ত্রের বীনায় রাত-দিনভর প্রকৃতি গায় সুখ-দু:খের দ্বৈত গান, পৃথিবী এক স্বর্গীয় বাগান। রচনা ২০০৭ইং


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.