আমাদের কথা খুঁজে নিন

   

আমিই আমারই ছদ্মবেশে

অথচ কথা ছিল উন্মুক্ত প্রান্ত ধরে রোদ্দুর কে ঢেকে দিয়ে ঝর উঠবে। বাতাস ছুয়ে যাবে শিউলি, বকুল কে। আচল হয়ে উরবে মেঘ, ঢেকে দেবে দূর প্রান্তের তাল গাছটাকে যেমন করে বধু আনত ছুয়ে দেয় ভালবাসাকে।

মিথ্যের ফুলঝুরি নিয়ে আমি ভাবি এইতো আর কটাইবা দিন। তারপর আর আমি মিথ্যে বলবনা।

নিজেকে নিজেই দেই মিথ্যে আশ্বাস। আর্থিক জির্ণতার মাঝে অহং নিয়ে বেচে থাকার মিথ্যে প্রয়াস। স্বপ্নর সাথে না পাওয়ার হা হা কার, মিলে মিশে বিছিয়ে দিয়েছে মিথ্যের বিছানা। সেখানে শুয়ে কাতরাই আমি, নিজের অস্ফুট কাতরানি নিজের কাছেই অজানা লাগে। মনে প্রশ্ন জাগে, একি মিথ্যেকে নিয়ে চলতে চলতে আমার হাপিয়ে ওঠার বহিঃপ্রকাশ নাকি এও নতুন কোনো ছলনা? একি অপটু অভিনেতার জীর্ণ অভিনয়ের ফাঁক গলে বেরিয়ে আসা সত্য? যদি তাই হয়, তবে সত্যকে কেনো আমি চিন্তে পারছিনা? আমিতো আমার এটুকু জীবনে স্বপ্ন আর সত্যকে একসাথে চেয়েছিলাম! অথচ এখন সত্য আমার কাছে দূর আকাশের তারাদের মাঝ থেকে ছিটকে আসা ক্ষণিকের দেখা উল্কা যেন! বড় হাপিয়ে উঠেছি আমি।

আর কতদিন আমাকে করতে হবে মিথ্যের গোলামী? কেউ যদি বলে দিতে পারো, আমি কৃতজ্ঞ হতাম। কেউ কি পারোনা প্রচন্ড শক্তিতে আমাকে এই ফাঁদ থেকে টেনে নিয়ে যেতে? আমি জানি পারবে তোমরা, কিন্ত মিথ্যে মোড়ানো এই আমাকেই তোমরা যে ভয় পাও। আমিও পারিনা থরে থরে সাজানো মিথ্যের আস্তর ভেঙ্গে কাউকে বলতে, আমাকে বাঁচাও!! এখন আর মনে করতে পারিনা ঠিক কবে প্রথম মিথ্যের সাথে আমার আলিংগন। হয়তো জন্ম থেকেই, হয়তোবা তারও আগে- যখন বাতাসে ভেসে ভেসে ্পৃথিবীতে আসবো বলে আড়মোরা ভেঙ্গেছিলাম। অথচ সত্য ছিল আমার ঠিকানা! ঠিকানাটা আমি খুঁজে পাইনি আজো অবধি!ভুল ঠিকানায় এসে বাধা পরেছি।

নিজেই নিজেকে ঠেলেছি অন্ধকার থেকে আরো অন্ধকারে। সাথী যারা ছিলো, আমাকে জরিয়ে ধরে জেদী সিংহের মতো টেনে তুলতে চেয়েছে, বলতে চেয়েছে মন থেকে একবার জ্জোর দাও, আমরা তোমাকে ফিরিয়ে নেব আলোতে। হতাশ হয়েছে সবাই একে একে। হয়তো আরালে মুছছে চোখ, আর অপেক্ষায় কখন শেষ হবে এই গল্পের। তবুও আমি মিথ্যে স্বপ্ন দেখি, সবটুকু ইচ্ছে দিয়ে আমি ছিরে ফেলেছি সব কেউটের ফণা।

মিথ্যের রক্তে ধুয়েছি নিজেকে, আর প্রাণপণে ডাকছি তোমাদের, যেন বলতে চাইছি দেখ তোমরা আমি পেরেছি!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।