আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগঃ বিদেশি বই এর ফটোকপি (নীলক্ষেত এডিশন) ও আমার অভিজ্ঞতা



গতকাল টিভির সংবাদে দেখলাম বিদেশি বই নকল করার ছাপাখানায় আইন শৃংখলা রক্ষাকারি বাহিনির অভিযানের খবর। সংবাদপাঠীকা বর্ণনা করছিলেন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হারানোর তথ্য। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ছাপাখানার ১জন শ্রমিককে। শ্রমিক বেচারা কি কারনে গ্রেপ্তার হলো তা আদৌ জানে কিনা সন্দেহ। রাজশাহি ইউনিতে ভর্তি হলাম টেকনিক্যাল একটা সাবজেক্টে।

বই কেনার কোন বিকল্প নেই। ক্লাশ শুরু হবার পর ঢাকাতে আসলাম বই কিনতে। স্থান নীলক্ষেত। বইএর দোকানগুলোতে দেখলাম দুই রকমের বই। একটা অরিজিনাল আর একটা ফটোকপি যেটাকে আমরা পরে নাম দিয়েছিলাম নীলক্ষেত এডিশন বলে।

দামের ক্ষেত্রে যে তফাৎ ছিল তাতে আমার কাছে নীলক্ষেত এডিশন ছিল উপকারী বন্ধুর মত। আরিজিনাল বই কিনলে শুধু প্রথম বর্ষে যে টাকা লাগত তা দিয়ে পুরা ইউনিভার্সিটি লাইফ কাটিয়ে দিয়েছি নীলক্ষেত এডিশন দিয়ে। তবে সুন্দর কাগজে আর আকর্ষনীয় মোড়কের আরিজিনাল বইগুলো যে কিনতে মন চাইতো তা অস্বীকার করবো না। কিন্তু পকেটের কথা চিন্তা করলে নীলক্ষেত এডিশনই ছিল ভরসা। তখন কিন্তু আইনগত ব্যপারস্যাপার মাথায় আসেনি।

চিন্তা করার অবকাশ ছিল না সরকারের রাজস্ব হারানোর তথ্য। এখন এই কর্মজীবনে এসে আমি কিছুটা বিভ্রান্ত। ছাত্রজীবনে নীলক্ষেত এডিশন পেয়ে উপকৃত হয়েছিলাম তাতে কোন সন্দেহ নেই কিন্তু বিষয়টা যে অবৈধ ছিল তাও এখন অস্বীকার করতে পারছি না। ব্লগার ভায়েরা আপনারা কে কোন দৃস্টিতে দেখছেন ব্যাপারটা ইচ্ছা করলে শেয়ার করতে পারেন এখানে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।