আমাদের কথা খুঁজে নিন

   

এখনো এক নম্বর অলরাউন্ডার সাকিব, বোলিংয়ে দ্বিতীয়



২০০ রানের বিশাল জয়! ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে রস টেলর-স্কট স্টাইরিসদের দারুণ পারফরম্যান্স শুধু যে ভারতকে হতাশায় ডুবিয়েছে তা নয়, নিউজিল্যান্ডকেও তুলে এনেছে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের দুই নম্বরে। একই সঙ্গে বড় হারের কারণে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত। ১১৬ পয়েন্ট পাওয়া ভারতের চেয়ে এক পয়েন্ট এগিয়ে 'ব্ল্যাক ক্যাপ'রা। দুই ও তিন নম্বরে অবস্থানের হেরফের হলেও আগের মতোই এক নম্বর অবস্থানটা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শীর্ষে থাকা রিকি পন্টিংয়ের দলের পয়েন্ট ১৩২।

১১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা আর তাদের ঠিক পরের অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১১৩। দলের ওয়ানডে র‌্যাংকিংয়ে অবনতি হলেও ব্যাটসম্যান হিসেবে শীর্ষস্থানটা ধরে রেখেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ঠিক পেছনেই আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার মাইক হাসি। ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম পাওয়া শচীন টেন্ডুলকার আছেন ছয় নম্বরে। ঠিক বিশ্রামে নয়, দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে সাময়িক বিরতিতে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।

তবে তাতে ওয়ানডে বোলার হিসেবে তাঁর র‌্যাংকিংয়ে হেরফের হয়নি। ৭৬১ পয়েন্ট নিয়ে এখনো এক নম্বরেই আছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তাঁর ঠিক পরের অবস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৬৯৪)। বোলারদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে থাকলেও অলরাউন্ডার হিসেবে এখনো এক নম্বর অবস্থানটা ধরে রেখেছেন সাকিব (৩৯০)। সাবেক বাংলাদেশি অধিনায়কের পরের দুটি অবস্থানে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৮২) ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৩৬৭)।

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.