আমাদের কথা খুঁজে নিন

   

এইতো জীবন



এইতো জীবন জীবনের অলিগলি গুলো আজ বড়বেশি কন্টাকীর্ণ মনে সয় । সবকিছুতেই পাহাড়সম বাঁধা । চলতে-ফিরতে, উঠতে-বসতে সবখানেই অদৃশ্য পিছুটান । আমি বুঝিনা কিসের এতো ফিসফিসানি কিসের এতো অহংকার ? আচ্ছা এমন কেন হয় ? কেন হারিয়ে যায় জীরনের রংগুলো আঁধারের খেয়াঘাটে? কোন দিনই পাবোনা , তৃষিত আলোর চন্দ্রবিন্দু ? আচ্ছা মরণেরও কি জীবন আছে ? জানি এ জীবনে হয়তো পাবোনা। পথ যেখানে হারিয়ে গেছে পথে, সেখানে পথের সন্ধান করে কি হবে ? যেখানে হাত বাড়াই সেখানেই অবাক শুন্যতা । শুধু মরিচিকার প্রলোভন । সত্য সন্ধানে মিথ্যা লুকোচুরি । কেবলি হারিয়ে যাওয়া না হারানোর ভয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।