আমাদের কথা খুঁজে নিন

   

এইতো জীবন

আগামীর স্বপ্নে বিভোর...

রাজ্যে এবার ভর করেছে অন্ধকারের প্রেত, পাল্লা দিয়ে বাড়ছে গরম এই কি জীবন ধ্যাৎ !! ট্র্যাফিক জ্যামের ধাঁধাঁয় পড়ে অফিস যেতে লেট, বড় বাবুর ধমক খেয়ে লজ্জায় মাথা হ্যাট। ইটের গুড়া মরিচ মাঝে কাঁকড় মেশা চাল, তরকারীতে হয়নাতো তাই আগের মত ঝাল। রাজ্য এবার চাল চেলেছে বাড়িয়ে চালের দাম এক কেজি চাল কিনতে বেরোয় এক'শ লিটার ঘাম !! শ্যাওলা ভাসা পানি খেয়ে হাসপাতালে গেলে, জীবন খানি ঝিমোয় বসে টেষ্টের গ্যাড়াকলে। সন্ধ্যে হলেই মশার কামড় যায়না কারেন্ট পাওয়া, ঘাম মেশানো ভাতের সাথে পোঁকা মাকড় খাওয়া। মাসের শেষে মাইনে যা পাই সপ্তাহ শেষেই খুন, আহার পাতে মেলেনা তাই সারাটি মাস নুন।

আমারওতো ইচ্ছে করে হতে অনেক কিছু, একটু খানি ছাড়তো যদি দৈন্যতাটা পিছু। ভাবনা গুলো দৌঁড়ে পালায় যখন দেখি চেয়ে, পাওনাদারের অগ্নি বচন আসছে আমায় ধেয়ে। বউয়ের আঁচল আশ্রয় তখন এই পৃথিবীর পরে, তারপর বউ শাসায় বেজায় সার্টের কলার ধরে। থাকিসনে ভাই গোমড়া মুখে একলা বসে ঘরে, মেজাজ দেখাক বউটি যতই হাত-পা গুলো ছুড়ে। খায়েসের ঐ পুচ্ছ ধরে উচ্চে তুলে নাচা, ভাবিস নাকো কাল কি হবে মুক্তি নাকি সাজা।

সুমন আহমদ ১৮/০৩/১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।