আমাদের কথা খুঁজে নিন

   

এইতো বেশ আছি

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

এইতো বেশ আছি - সৌখিন মাথাব্যাথা, চানচুরের সাবলীল গল্প অথবা ইয়াহু ম্যাসেঞ্জারে কিশোরী হৃদপিন্ডের সাথে অনর্গল বউচি খেলা অথবা ৭১ এর পবিত্র পচে গলে যাওয়া পবিত্র লাশের পবিত্র গন্ধে সান্ধ্যিক বিষণ্ণতা অথবা অথবা আমাদের ভাড়ীয় পার্লামেন্টে - টুপি পরা, দাড়ি রাখা বরাহ নন্দনদের হতের ধর্মের রুমাল দিয়ে মুছে ফেলা অদৃশ্য পবিত্র রক্ত না দেখতে পেয়ে অথবা এইভাবে বেশতো কাব্য করছি নপুংসক বিদ্রোহী - এইভাবেই - এইতো বেশ আছি । আমার কি এল গেল র‌্যাংস বভনের গলিত শ্রমিকের লাশে - আমি তো "বেশ্যা-বাস্তবতা" থেকে ইশকুল পালানো দূর ইউটোপিয়ান - আমার কি এল গেল তাতে ? আমার তো ভাল লাগে "আমার রান্ডি মাগী বউ"-"আম্রিকা" - আমি তো ভালবাসি ঘৃনা করতে পূজিবাদের শোষণ - আমি তো ভালবাসি ভালবাসতে "আমার রান্ডি মাগী বউ" - "আম্রিকা" । কী করবো ? বউ তো ! এইসব বিপ্রতীপ অন্তকরন নিয়ে - এইতো বেশ আছি রাতের বেলা বাবা মায়ের স্বস্তিকর সংগম দেখে ফেলা মেধাবী শিশুর দিনের বেলায় ভুলে যাওয়ার মত - আমরা প্রতিদিন ভুলে যাই আমাদের নির্বাচিত অন্যায় গুলো যেমন আমাদের ইন্টেস্টাইনগুলো প্রতিদিন রিভাইশড হয় সারাদিনের বিশ্বায়নের গুরুপাচ্য সসেজ-চিজেজ পিতজার মূল্যাবান "গু" তে আমদের নির্বাচিত অন্যায় গুলো মস্তিস্কেও (ক্লাসের সবচে ডাল ছেলেটার মত - "মস্তিস্কটি" আমাদের) রিভাইশড হয়ে পরে - সেইরকম । আমরা শিক্ষিত হচ্ছি, প্রতিদিন- প্রাচীন থিবিসের , আকেন পূজারী পরজীবী পুরোহিত ! তবে আমার কি এসে যাবে - র‌্যাংস ভবনের শ্রমিকের গলিত লাশে ? ভাড়ীয় পার্লামেন্টে বরাহ নন্দনদের আস্ফালিত উতসবে ? এইভাবেই - এইতো বেশ আছি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।