আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি না করতে বিএনপি কয়েকটি যুক্তি উল্লেখ করেছিলো; কিন্তু আঃলীগ থেকে এর কোনো যুক্তি সঙ্গত উত্তর কেনো এখনো দেয়া হলো না? জানতে চাই .....



শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে দেশটির এক্সিম ব্যাংকের সঙ্গে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের (প্রায় ৭ হাজার কোটি টাকা) ঋণচুক্তি করলো । এর আগেই অবশ্য তার প্রতিবাদ জানিয়েছিলো বিএনপি। এর পক্ষে অবশ্য বিএনপি অনেক যুক্তিও দেখিয়েছিলো। একই সঙ্গে এ থেকে বিরত থাকতে দলটি সরকারের প্রতি আহ্বানও জানিয়েছিলো। বিএনপি মনে করে, ভারতের একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে এ ধরনের ঋণচুক্তি অসম্মানের বিষয়।

বাংলাদেশ সরকার অন্য বিদেশি ব্যাংকের চেয়ে প্রায় সাত গুণ বেশি সুদ দিয়ে এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এক্সিম ব্যাংকের সুদের হার এক দশমিক ৭৫ শতাংশ যেখানে অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর সুদের হার কেবল দশমিক ২৫ শতাংশ। আমাদের এখানে প্রশ্ন হলো , আঃলীগের পক্ষ থেকে এই চুক্তির পক্ষে এখনো কেনো উপযুক্ত যুক্তি দিয়ে জনগনকে জানানো হলো না। আমরা চাই এর সঠিক উত্তর। যদি বিএনপি'র যুক্তি আঃলীগের যুক্তির কাছে হেরে যায়, দেশের জন্য মঙ্গলজনক হয় তাহলে আমরা একে সাধুবাদ জানাবো।

আর যদি সঠিক কারন না দেখাতে পারে ..তাহলে আমরা বুঝে নিবো এর উত্তর। তাই , এ বিষয় নিয়ে আমরা তথা সারা বাংলাদেশের জনগণ বিস্তারিত জানতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.