আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সাথে চুক্তি কি বাংলাদেশের স্বার্থে??



যদিও চিন্তা করার সুযোগ কই? আমরা তো আমাদের পেট বাঁচাতেই ব্যস্ত। মাঝে মাঝে জান এবং মান-ও .... শিক্ষক, ব্যাংকার, উকিল, হোটেল ব্যবসায়ী, কর্মচারী, বিপণন কর্র্মী, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক.... যে পেশার হোক না কেন সকাল থেকে শুরু হয় আমাদের ভাগ্যের হাতে নিজেকে সঁপে না দেবার যুদ্ধ... এর ফাঁকে আদার বেপারী হয়ে জাহাজের খবর নেয়ার মত দেশের এতসব গুরুত্বপূর্ণ বিষয়ে মন গলানোর মত সময় কোথায়? এ কাজের জন্য তো আমরা আমাদের জনপ্রতিনিধিদেরকে নিজেদের টেক্সো দিয়ে লালন পালন করি... আর নিশ্চিন্ত থাকতে চাই। কিন্তু তারপরও মাথার ভেতরে ভাবনার সুঁই যদি খোঁচাতে থাকে / যদি মাথায় এমন চিন্তা আসে যে, আমরা যাঁদেরকে আমাদের মান-মর্যাদা ও সমৃদ্ধির বিষয়গুলো নিয়ে চিন্তা করবার দায়িত্ব দিয়ে উদয়াস্ত খেটে যাই... তাদের আরাম-আয়েশের জন্য অর্থের যোগান দেই তারা বোধহয় সঠিক চিন্তা করছেন না.... সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না... সঠিক দায়িত্ব পালন করছেন না... তথন নিজের আক্ষেপ আর কোথায় রাখি?? আমরা কি আশা করতে পারি না?.. আমাদের সম্মানিত প্রতিনিধিরা শুধু নিজেরা আরো বিত্তশালী হবার চিন্তা করবেন না, নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার চিন্তা করবেন না। বরং আমাদের মান মর্যাদার কথা ভাববেন। সব ধর্মের সব বর্ণের সব মানুষের স্বস্তির কথা ভাববেন।

আমাদের মনের সুখ কোথায় সেটাও চিন্তা করবেন.... =============================== কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমরা সেটা আশা করতে পারি না। =============================== ভারতের সাথে ১০০ কোট ডলারের চুক্তিতে জনগণের কি লাভ হবে এই প্রশ্নের জবাবে... আজকের (০৮ই আগস্ট ২০১০) প্রথম আলোয় জনাব রহমত উল্লাহ নামক একজন ট্রানজিট/ট্রানশিপমেন্ট বিশেষজ্ঞ বলেছেন, এখন থেকে যদি ট্রানজিট/ট্রানশিপমেন্ট চালু হয় এবং বাংলাদেশ যদি ১৫/২০ বছর সেটা চালিয়ে যেতে পারে তাহলে ১৫/২০ বছর পর বাংলাদেশের আয় হবে বছরে ৫০ থেকে ১০০ কোটি টাকা। এই ১৫/২০ বছর বাংলাদেশকে রাস্তাঘাট নবায়ন করতে হবে। বন্ধু রাষ্ট্রের যানবাহনের নিরাপত্তা দিতে হবে। তাদের ভরণপোষণের দায়িত্ব এবং তাদের বিশেষ মনোরঞ্জনেরও ব্যবস্থা করতে হবে।

এতে কি আমাদের নিজস্ব জীবনাচরণ নষ্ট হবে না? আমাদের মান মর্যাদা ক্ষুণ্ন হবে না? হ্যাঁ, আওয়ামী লীগের জন্য পুরোটাই পজেটিভ। পুরোটাই আর্থিক লাভ... এই টাকায় মেশিনারিজ আসবে ভারত থেকে... মেশিনারীজি আনা-রাস্তা করা-টোল নেয়া বাবদ টেন্ডার পাবে আওয়ামী লীগ+ছাত্র লীগ। ভাগ বাটোয়ারা পাবেন মন্ত্রী এমপি, আওয়ামী ঘরানার ইঞ্জিনিয়ার, চামচা, বুদ্ধিজীবি, পত্রিকা... জনগণ??? কি পাবে???? কি দেবে?????? দিতে হবে অনেক কিছুই............... পাবে? ঋণের বোঝা এবং জাতি হিসেবে হীনমণ্যতা..... আর আওয়ামী লীগ?? ক্ষমতা পাকাপোক্ত করতে এত বড় বাজেট আর কোথ্থেকে আসবে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.