আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ি কন্যার কানে কানে

ভালোলাগে ভেসে বেড়াতে অন্ধকারের ব্যক্তিগত ছায়ায়.....
‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা...’ না! গানটি সঠিকভাবে গাইতে পারলাম না। কারণ, লাল পাহাড় ছিল কিন্তু দেশ ছিল ভারতের পাহাড়ি প্রদেশ আসামের রাজধানী গুয়াহাটি। আগরতলা থেকে বাসে ২৪ ঘণ্টার যাত্রায় শরীর প্রায় থেঁতলে যাওয়ার মতো অবস্থায় থাকলেও, মন ছিল সবুজে-পাহাড়ে ভরপুর। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই প্রথম যেন পাহাড় আর টিলার পার্থক্য বুঝতে পারলাম।

তার সঙ্গে পাহাড় আর সবুজের প্রেমকে যেন এক নতুন মাত্রায় আবিষ্কার করলাম। আবিষ্কারের নেশায় ভয়ও ছিল। কারণ, রাস্তার দুই পাশে এমন গহিন সব খাদ যে চালকের অদক্ষতার গুণ যদি একবারও প্রকাশ পায়, তাহলে যাত্রীদের উন্নতমানের দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। একদিকে চলছে গাড়ি আর অন্যদিকে আমার মন ও চোখের ষড়যন্ত্র, যার প্রমাণ পেলাম যখন সারা রাত না ঘুমিয়ে নৈসর্গিক লীলা দেখলাম। তখন আবছা হয়ে আসা দূরের বাড়িগুলো তারার মতো মনে হচ্ছিল।

তারপর রাত গড়িয়ে সকাল। হঠাৎ বাসের হেলপার আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই যে ভাই, ওইখানটা হচ্ছে আপনাদের সিলেট। আমিও শুনেছি, সিলেট থেকে নাকি মেঘালয় দেখা যায়। আর আজ দেখলাম মেঘালয় থেকে সিলেট। মেঘালয় পার হতেই কেমন ঠান্ডা অনুভূত হতে লাগল।

হ্যাঁ, শিলংয়ের ঠান্ডা আবহাওয়া। আমার মতে, শিলংয়ের নাম শীতলং হওয়া উচিত ছিল। শহরটা অনেক গোছালো ও সুন্দর। তার পরই পৌঁছালাম আমাদের চূড়ান্ত গন্তব্য বাংলা ভাষাভাষী শহর (আদিবাসীরা অসমীয়া ভাষায় কথা বলে) গুয়াহাটিতে। মজার বিষয় হচ্ছে, আমাদের যেমন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য আর তাদের মোড়ে মোড়ে মন্দির আর দেব-দেবীর মূর্তি।

তাই চালক খুব দ্রুতগতিতে গাড়ি চালাতে পারছিল না। কারণ, মোড়ে মোড়ে তাকে গাড়ি ধীরগতি করে নমস্কার করতে হচ্ছিল। তারপর ঘোরাঘুরি। দেখলাম, বিখ্যাত তীর্থস্থান কামাখ্যা মন্দির। একে একে বালাজি মন্দির, বৈশীষ্ঠ্য মন্দির, কলাক্ষেত্র, কালা পাহাড়, আরও কত কী! এর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে কামাখ্যা মন্দির দর্শন।

কারণ, তখন ছিল এই মন্দিরের ঐতিহ্যবাহী আমাবচি উৎসব। এ যেন ছিল হিন্দুধর্মাবলম্বীদের মিলনমেলা। আর বালাজি মন্দিরের অপূর্ব সব কারুকাজ তো আছেই। আরও ঘুরলাম পেন্টালুনস, বিগ বাজার, হাব, বিশালের মতো ব্র্যান্ডেড সব শপিং মল, যেখানে বাঘের চোখের উপমা ছাড়া সবই পাওয়া যায়। এভাবেই কাটল পাহাড়ি কন্যার সঙ্গে আমার পুরো মাস।

হয়তো বা এসব কারণে আবারও ফিরে যাব সুন্দর পাহাড়ি সবুজ শহর গুয়াহাটিতে। তবে আমিও পাহাড়ি কন্যার কানে কানে বলে এসেছি, আমাদের সোনার বাংলাদেশ, তোমার থেকেও সুন্দর। দ্রষ্টব্যঃ লেখাটি প্রথম আলোর বন্ধুসভা পাতায় ০৪-০৮-২০১০ প্রকাশিত হয়েছে । Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.