আমাদের কথা খুঁজে নিন

   

রুপকথা



আমিই আমার রুপকথা, আমি আমার কপিকার আমি আমায় নকল করি, অধমে অধরা ধরি দ্বিনের দ্বীন এই বিনতি করি, ফসল দাও হে সালংকরা আমার প্রেমে মজলে তুমি, মজুর হবে মজনু যেমন আমার ধারায় শ্রাবণ হলে মন-মনীষা মেলবে পেখম মোরগ-বাগের অনেক আগে বাক্কা পাখির পথ ধরেছি মরদ মরার বহু আগে তোমার কাছে মন সঁপেছি আমার ভেতর নদ-নদিয়ার সব প্রবাহ বিরাজমান গোমর ফাঁকের গোস্তাকি আজ মাপ করে দাও, পথ-পৃথিবীর, পান্হ-খরা, হোটেল-মোটেল ছাড়াবাড়ি কোন সে রাঢ়ি, কাঁদেন ভারি, স্বামী গেছেন বৃন্দাবনে তার রুপে যে পাগল হলো, তিনি রাধা বনেন ক্যানে। । কসম খোদার, বিদ্যা আমি, ন' যে তাকাই তোমার মুই তুমি আছো মনের মধ্যি, কেথায় ঢুরি, কোন বিভূঁই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।