আমাদের কথা খুঁজে নিন

   

মানিব্যাগে তোমার অতীত নিয়ে ঘুরছি

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। কার্নিশে কাক বসলেই রোদ ঘূর্ণিঝড় স্তিমিত বলে মহানগরে মানবিক ছুটির দিন বিকেলে উপচে পড়বে মানুষের ভিড় সেই বিকেলের আগেই মানিব্যাগ ঝাড়াই বাছাই পুরোনো সিম হারালাম বলে মন খারাপ উঁকি দিল তোমার ছবি, বোন সমেত রেট্রো বলা না গেলেও বিশ বছর নেহায়েত পুরোনো নয় মানুষ কত দারুণভাবেই না বেঁচে থাকে আর্টিফ্যাক্টস এ স্মৃতি ছাড়াও আরো অনেককিছু ভরে দেয় প্রতিটা বস্তুর ভেতর মগজের খোলটাও তো বস্তুবাদী, ভেতরের সিনাপসিস সেটাও, প্রতিটা ইলেকট্রিক ইমপাল্স আপন গুঞ্জনে মুখরিত যেভাবে বিকেল আসবে অনেকগুলো মানুষের মাঝে তারা কথা বলবে, হাসবে, দরদাম করবে তারা হারিয়ে যাবে, তারা ঘরে ফিরবে, তারা অদ্ভুত বিকেলের রোদে ঘেমে যাবে খুব আর ডাস্টবিনে তোমার দূর অতীত, আমার নিকট অতীতের সাথে মিলেমিশে করবে হুটোপুটি, হবে নতুন বস্তু বিন্যাস আর আমাদের জেনেটিক কোডে লিখিত হবে সিনাপসিস তখন কি আর অভিমান থাকে বল? থাকে পুলসিরাতের অচেনা অক্ষর কেউ চিনিনা কাউকে, প্রতিটা জেনেটিক কোড শুধু তথ্য প্রবাহের মত ছুটে চলেছে উৎসের কাছে বিকেলের রোদ যেমন ধেয়ে আসে অমোঘ আর জমা পড়ে নতুন সিনাপসিস আমাদের স্মৃতি প্রবাহে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।