আমাদের কথা খুঁজে নিন

   

লেবু বাগান

আমি আমার পৃথিবীর রাজা

অনেক দূরের পথ ফেলে এসেছি শৈশবের দুয়ারে। আমি কি কেবল ঘোড়া? যেই দিকে ছুটায় সেই দিকেই ছুটি? অথচ আমার জানা ছিলো কোন দূর মরু উদ্যানের পাশেই রয়েছে এক সুবিস্তির্ণ লেবুর বাগান... মিঠাপানির স্বাদ লেগে রয়েছে তার থোকা থোকা ঠোঁটে! এইভাবে পার করে এলেও সু-সময় প্রাণের ঢেউ কোন বাগান দেখি নি; একদা যেখানে দেখেছি কেবল ছায়া অথবা জলের বিস্তার- আজ সেখানে কেবলই শূন্যতা, নিয়তীর কাছে হেরে যাওয়া যুবকের মতো আমিও কোন এক লেবু বাগান সৃষ্টির প্রচেষ্টায় বুনে চলেছি এক একটা বীজ; আমার বৃক্ষ হোক শান্তির মহিমান্বিত ছায়া আমার লেবু বাগানে ফুটে উঠলেই শাদা ফুল ধীরে ধীরে হয়ে যাবে আস্ত এক শরবতের পেয়ালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।