আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শের অনুবাদ

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
বুকের ভিতর রুদ্র চিতার ঝলসানিতে সকাল বিকাল, অনাদিকাল জ্বলছে সবুজ জ্বলছে দেহ শিল্প গীতে এমন শীতে তোমার সাথে মিতালীতে বাধ সেধো না ভুল বুঝো না। ভুল বুঝো না উথাল পাথাল স্পর্শসুখে যখন তোমার ইচ্ছেপাখির বাঁকে বাঁকে ছুঁয়েছি মেঘ, চুমুতে চুমুতে পৃষ্ঠা শেষে প্রতিটি ঋতুর দেহমাদলের বর্ণভেদে তুলেছি ঝড় নিয়েছি শ্বেদ দীর্ঘ রাতে ভালোবাসা আশ্লেষে তার মাটি চাটে তখন আমার নীল ক্যানভাসে রক্ত লেপে উঠেছে তোমার প্রতিটা মুদ্রা কেঁপে কেঁপে লুটোপটি খায় আলোর রেখা লজ্জা বোধন তবুও তোমার অনুবাদ যেন স্পর্শলীন আজীবন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।