আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শের বাহিরে

সকল প্রশংসা মডারেটরদের

চোখের জলে তিলে তিলে কখনও সমুদ্র হয়না যেখানে নীল মিশে যায় মেঘের মাঝে দিয়ে, নয়নের দৃষ্টি আর কতদুর যেতে পারে, সবকিছুরই তো নির্দিষ্ট একটা মাপকাঠি থাকে। কিন্তু চোখের জলে ঠিকই হ্রদয় শুকিয়ে- চৈত্রের দাবদাহে শুকনো মড়মড়ে পাতা হয়ে যায় কেউ বুঝতে পারেনা। কতজন হাসি দিয়ে পৃথিবী জয় করে ফেলছে; শুধু যখন আধাঁর নেমে আসে সূর্যের আলোকে পিছনে ফেলে, তখন- দ্বীপ জালিয়ে আবারও নিজের ভূবনে শুধুই হাহাকারের ছড়াছড়ি পড়ে যায়। আহারে জীবন আমার! তুমি কি কেবলই মালা গেথে যাবে আগুনের পরশমনি, সেখানে কি তুমি পুড়েই যাবে আমৃত্যু। আর কত? কত সূধীজন চারপাশে ভীড় করে, তবুও কেন আলেয়ার পিছনে বারবার শুধু ছুটে চলা।

জীবন জননীর কাছে যখন অনেক কষ্ট করে মাথা পেতে দাও তখন মাতা কি সত্যিই অনেক যত্ন করে কাছে টানে? যেভাবে প্রথম শৈশবে নিজের মা টেনে টেনে আদর করতো। বারবার তুমি আমাকে ফিরিয়ে দাও, আবার বারবার তুমি আমায় কাছে টেনে নাও। এ যেন ভাংগা আর গড়ার খেলা সর্বত্রই। আমি তবু মাথা নত করিনা। যেভাবে ফিরিয়ে দাও,সেভাবেই ফিরে যাই, যেভাবে কাছে টেনে নাও,সেভাবে আবার কাছে চলে যাই।

কারন- আমি তোমার গান গেয়েই বারবার ক্লান্ত হতে চাই, এতেই আমার আনন্দ সবচেয়ে বেশী। জানি,একদিন আর কখনই ফিরে আসবেনা আমিও জীবনের প্রয়োজনে ভাসিয়ে নেব তরী, নোংর করবো হয়তো অন্য কোন জায়গায়, তবুও কি ভুলে যাবো; সেই একদিনের কথা। এক জীবনে অনেক কিছুই পাওয়া হয়না। এক জীবনে চোখের জলে সমুদ্র হয়না, এক জীবনে চোখের জল শুকিয়ে হয় ধূ ধূ প্রান্তর এক জীবনে তোমাকেও পাওয়া হয়না সর্ম্পূন। এক জীবনে তুমিও থেকে যাও মাঝে মাঝেই- স্পর্শের বাহিরে.........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।