আমাদের কথা খুঁজে নিন

   

স্পর্শের বাইরে!

আমি খুব সাধারণ

মেয়েটি ছিল খুব হাসিখুশি আর উচ্ছাসে ভরা..কিন্তু এই হাস্যজ্জল মুখের পেছনে তার মনটা জ কতটা অসহায় আর একাকীত্বে ভরে উঠেছিল তা হয়তো কারোরই জানা নেই..জানবার কথাও না .. তার ভেতরের কষ্টগুলো শুধুই যে তার..মাঝে মাঝে সে ভেবেই কুল পায় না বিধাতা কেন তাকে এই পৃথিবী তে পাঠালেন যখন এই বিশাল পৃথিবী তে তার কোনো প্রয়োজনই নেই.। হতে পারে এটা নিছকই একটা সাদা মাটা গল্প যার কোনো প্রয়োজনই নেই। । হয়তো তার জীবনের এই গল্পের সাথে মাইল যাবে অনেকের গল্পই ..তবুও জীবন তো জীবনই ..এর শুরু আর শেষটা কোথায় তার হিসেব মেয়েটি কখনই মেলাতে পারেনি ..পারবে কিনা সে উত্তর টাও তার অজানা .. সোনার চামচ মুখে নিয়ে এই পৃথিবীর অনেকেরই জন্ম হয়না তবুও অনেকেই বেচে থাকে ..সেও তাদেরই একজন ..নাহ এই বেপার নিয়ে তার কখনই কোনো আফসোস বা হতাশা নেই ...পার্থিব লোভ বা লালসা তাকে গ্রাস করতে পারেনি এতগুলো বছরেও ..আজ সে একজন প্রাপ্তবয়স্ক নারী। ।

এই বয়সেও তার প্রানের উচ্ছলোতাকে সে তুলে রেখেছে যত্ন করে। । একটা সময় স্বপ্ন দেখত মেয়েটি খুব সুন্দর হবে তার জীবন। । একদম অন্যরকম ..অনেক গুনে গুনান্নিতা হয়ে উঠবে সে ..হয়ে উঠবে একজন সফল মানুষ ..যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে উঠবে।

। জানবে,চাইলে সবই সম্ভব ..সত্যিই কী তাই? সত্যিই কী আমাদের সমাজে একটি মেয়ের জন্য সফল হয়ে ওঠা এতটাই সহজ? আমাদের সমাজ কি সেই সুযোগটা করে দেয়? আজকের দিনে খুব মেয়েকেই দেখা যায় নিজেকে প্রমান দেওয়ার মত উপযুক্ত হয়ে উঠতে। । । কাউকে কাউকে নিজের যোগ্যতার প্রমান দিতে হয়ে উঠতে হয় নর পশুদের শিকার..আর সমাজের এই নোংরামোর ভয়ে অনেকেরই স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়।

। মেয়েটির স্বপ্নের অন্ত ছিলনা ..চোখের রঙিন স্বপ্নে বিভোর থাকত সে। । মানুষের সেবায় নিজের জীবনকে উজার করতে চেয়েছিল ..কিন্তু যে মানুষেরই এত ভয়াবহ রূপ তাদের মাঝে এই মেয়েটির ইচ্ছে অনিচ্ছের কোনো মুল্য আছে কি? আমাদের সমাজ আজ অনেক এগিয়ে ..তবুও কিছু আবর্জনার জন্য পিছিয়েই থাকবে আমাদের সমাজ। ।

পবিত্র কুরানে বলা হয়েছে 'মায়ের পায়ের নিচে বেহেশত ' ...মেয়েরা তো মায়েরই রূপ তাইনা? এই আধুনিক সমাজেও কি আমরা পেরেছি তাদের সম্মান রক্ষা করার মত পরিবেশ তৈরী করতে ...কিছু নর পশুকে এই পৃথিবি থেকে সরিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরী করতে? যাতে করে আমার সন্তান একটা সুন্দর পৃথিবী তে বড় হতে পারে তার একটুখানি চেষ্টা কি করে দেখেছি?! এসবই ভেবে যায় মেয়েটি ..করতে পারেনা কিছুই ..তার মনের গভীর কোনো জায়গায় জমে থাকে কষ্ট গুলো ..এই পৃথীবি তে সে থেকে যায় অসহায় আর একা। । স্বপ্নগুলো থেকে যায় স্পর্শের বাইরে! মেয়েটি কে জানতে চান? আপনি যদি মেয়ে হন তবে মেয়েটি আমার আপনার মতই ..হয়ত আপনিও হতে পারেন। । একটুকু ভেবে দেখলেই হয়ত খুঁজে পাবেন তাকে ..! আর আপনি যদি হয়ে থাকেন পুরুষ তবে একটি বার আপনার আপনজনদের দিকে চেয়ে দেখুনতো খুঁজে পান কি না সেই মেয়েটিকে !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।