আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট কেনা যাবে ÷

বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা যাবে না। কিনলে মানি লন্ডারিং আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কতা জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় সংযুক্ত আরব আমিরাত (দুবাই)সহ পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাপার্টমেন্ট ক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। নিবাসী বাংলাদেশিদের বিদেশে স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য বাংলাদেশ থেকে অর্থ প্রেরণের ওপর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এ বিধিনিষেধ আরোপিত রয়েছে। বিধিনিষেধ এড়িয়ে এ জন্য অবৈধভাবে অর্থ প্রেরণে যোগসাজশকারীদের ভূমিকা আইনগতভাবে দণ্ডযোগ্য হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। গণমাধ্যমগুলোকেও এ ধরনের বিজ্ঞপ্তি প্রচারের বিষয়ে সতর্ক, সংযত হওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। জানা গেছে, সাম্প্রতিক সময়ে একটি চক্র দেশ থেকে টাকা পাচার করে বিদেশে ফ্ল্যাট ও প্লট কিনছে বলে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ জমা পড়েছে। যা সরকারের জ্ঞাত নয় এবং মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ। কিছু কিছু ক্ষেত্রে রপ্তানি বিলের অর্থ দেশে না এনে তা অন্য দেশে নিয়ে ফ্ল্যাট বা প্লট ক্রয় করছে এক শ্রেণীর ব্যবসায়ী। এতে রেমিট্যান্স আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এর ফলে দেশের আর্থিক খাতের শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুখপাত্র) মাহাফুজুর রহমান বলেন, এটা আর্থিক খাতে শৃঙ্খলা রক্ষার জন্য করা হয়েছে। এ ছাড়া মানি লন্ডারিং আইন সম্পর্কে জনসাধারণকে সচেতন করতেও বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ কাজে আসবে বলে মনে করেন তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.