আমাদের কথা খুঁজে নিন

   

আইয়ুব খান এর "অটো ডিগ্রী" এবং "বাংলাদেশি জাতিয়তাবাদ"



" আপিল বিভাগ ঘোষিত রায়ে মহামান্য বিচারপতিরা পুনঃস্থাপিত করেছেন "বাঙালি জাতীয়তাবাদ"। তবে পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংশোধনের ঝক্কি-ঝামেলা ও মানুষের দুর্ভোগের কারণ দেখিয়ে বিশেষ বিবেচনায় নাগরিকত্বের পরিচয় ‘বাংলাদেশি’ রেখেছেন। " আমার এক শ্রদ্ধেয় শিক্ষ এর কাছে শুনেছিলাম যে ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান এর বিক্ষুদ্ধ ছাত্র দের "আইয়ুব খান" বিরোধী আন্দলন থেকে ফেরাতে ঐ বছর যে ছাত্ররা ডিগ্রী (B.A./B.Sc.) পরীক্ষার জন্য "ফরম ফিলাপ" করেছিল তাদের সকল কে বিনা পরীক্ষায় ডিগ্রী দিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তিকালে যা "আইয়ুব ডিগ্রী" নামে সমাধিক পরিচিত ছিল এবং যে মানুষগুলো ঐ ডিগ্রী পেয়েছিল তারা সামাজিক জীবনে সবসময় হেয় প্রতিপন্ন হত । আইয়ুব খান তো কিছু বাংলাদেশি কে অসম্মানিত করেছিল কিন্তু আপিল বিভাগের "মহামান্য বিচারপতিরা" "বিশেষ বিবেচনায় বাংলাদেশি" ( "বিশেষ বিবেচনা" শব্দটার সাথে পরিচয় S.S.C পরীক্ষার সময় যখন দেখতে পেলাম যে কিছু বন্ধু ১ বা ২ বিষয়ে পাস মার্ক না পওয়ার কারনে ১ থেকে ৫ নম্বর পর্যন্ত যোগ করে পাস করিয়ে দেয়া হল) বানিয়ে কি আমাদের সমগ্র বাংলাদেশিদের কে ছোট করলনা ঐ রকম একটা রায় দিয়ে......???????? বি: দ্র: যে ব্লগার ভাই ও বোনেরা ছুপা মাইনাস দিচ্ছেন দয়া করে কারনটা বলে মাইনাস দিন। আমি হলফ করে বলতেছি মাইনাস সদরে গ্রহন করবো। আমি ভিন্নমতকে শ্রদ্ধা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.