আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম কলেজ গেট থেকে আইয়ুব খানের পতন!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com ছবি: ১ সামহোয়্যার ইনে আমার প্রথম ব্লগ পোস্টটি ছিল চট্টগ্রাম কলেজ সম্পর্কিত। ঐ পোস্টে একটি ছবি সংযোজন করছিলাম, যেখানে চট্টগ্রাম কলেজের প্রধান প্রবেশ ফটকটি দেখা যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে অর্থনীতিতে অনার্স করার সময় ছবিটি তুলেছিলাম। ১৯৬৯ সালে নির্মিত এই স্থাপনাটির ছবি আর কেউ কখনও তুলতে পারবে না। কারণ কলেজ গেটটি ভেঙে ফেলা হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজে এটি ভেঙ্গে ফেলা হয়েছে। (দেখুন ছবি ১ ও ২) ছবি: ২ পাঠক নিশ্চয় ভাবছেন, চট্টগ্রাম কলেজ গেট ভেঙ্গে ফেলার সাথে আইয়ুব খানের পতনের সম্পর্ক কোথায়? ব্যাটা তো কবে মইরা ভূত হইয়া গেছে! আসলে কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই গেটটি যখন নির্মাণ করা হচ্ছিল তখন আইয়ুব খান ছিল স্বৈরশাসক। তাকে খুশি করার জন্য তার নামের আদ্যাক্ষর AK ব্যবহৃত হয়েছিল গেটটি ডিজাইনের সময়। (ছবি ৩ খেয়াল করুন) আশা করি এবার বুঝতেই পারছেন এই গেট ধ্বংস হওয়ার মধ্য দিয়ে আইয়ুব খানের নাম চট্টগ্রাম কলেজের (কিংবা চট্টগ্রামের, কিংবা বাংলার) মাটি থেকে নিশ্চিহ্ন হলো! মৃত্যুকালে গেটটির বয়স হয়েছিল ৪৪ বছর। ছবি: ৩ চট্টগ্রাম কলেজ কি তবে গেটবিহীন হয়ে গেল? চট্টগ্রাম কলেজে মাশাল্লা গেটের অভাব নাই! পূর্ব গেট, হোস্টেল গেট (পূর্ব), হোস্টেল গেট (পশ্চিম), প্যারেড গেট, ক্যান্টিন গেট, ছোট গেট সবই আছে।

তাছাড়া যে গেটটি ভাঙ্গা হয়েছে সে স্থানের একটু ভিতরে করে তৈরি হবে নতুন প্রধান ফটকটি। এখন ভাববার বিষয় এই নতুন গেটটির ডিজাইনে অন্য কেউকে খুশি করতে SH আদ্যাক্ষর ব্যবহার করা হয় কিনা! ________________ http://www.saifsamir.com  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.