আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: হাফভাড়া/আইয়ুব খান/স্বার্থ

I'm searching that I've lost...


আমার বুঝে আসেনা ছাত্ররা
পাবলিক বাসে হাফ ভাড়া
দিবে কোন যুক্তিতে ?
৪ টাকার ভাড়া ২ টাকা দেয়া
মানে হেলপার ড্রাইভার
এদের পকেট থেকে
২ টাকা নিয়ে নেয়া ।

এরা খায় হলিউড সিগারেট।
সবচেয়ে গরীব ছাত্রটা ো
হলিউড খায় না ।

হাফ ভাড়ার ব্যাগগ্রাউন্ড হচ্ছে-
(আমি যদ্দুর জানি) ৭১ এর আগে
কোন এক নাজুক পরিস্থিতিতে
ছাত্রদের সামলাতে আইয়ুব খান
ঘোষনা দিলেন ছাত্রদের
হাফ ভাড়া: সিনেমা হল, বাস
সব যায়গায়।
'বলাকা' আইয়ুব খানের
আনুগত্য করে যাচ্ছে এখনো
সপ্তাহে একদিন (সম্ভবত শনিবার)
ছাত্রদের হাফ ভাড়া।

মেয়েরা তেলাপোকা যেভাবে
ঘৃণা করেন আমরা
আউয়ুব খান আর হিটলারকে
সমভাবে ঘৃনা করি।

এবার আপনারা জ্ঞানী-গুনীরা
দয়া করে আমাকে বুঝান
আমরা কেন তেলাপোকার
আনুগত্য করে যাচ্ছি? হোয়াই?

আমরাকি সর্বভূখ পতঙ্গের চেয়েো অধম ?

আপনারা কি বলবেন আমি বলি ?
বাসের মধ্যে কন্ট্রাক্টরকে
যা বলেন ঐ কথাই বলবেন।
বাট আই এ্যম নট ইোর ড্যাম .....

সেল্ফ- ইন্টারেষ্ট বুঝলেন ব্রাদার
স্বার্থপর, আমরা সব হচ্ছি স্বার্থপর !!
গুয়ের মধ্যেো যদি স্বার্থ
লুকিয়ে থাকে এদিক োদিক
তাকিয়ে পকেটে পুরে নেই.....

এতে লজ্জার কিছু নেই। এ দৃশ্য শুধু এদেশে নয়, দুনিয়াব্যাপী বিদ্যমান, কিছু দেখি কিছু দেখতে পাইনা......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।