আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফুটবলের এটি একটি কাকতালীয় ব্যাপার।

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

বিশ্বকাপ ফুটবল তো শেষ। আর কোন আলোচনা না করাই ভাল। তারপরও একটি পোস্ট দিলাম সবাইকে বিরক্ত করার জন্য। বিশ্বকাপ ফুটবলের এটি একটি কাকতালীয় ব্যাপার। আসলেই কি ব্যাপারটি সত্য হয় মাঝে মাঝে? কাকতালীয় ব্যাপারটি হচ্ছে: খেলার ভেন্যু যদি হয় আটলান্টিকের পূর্বপারে তাহলে কাপ পূর্ব পাড়েরই কোন দেশ জয় করে নেয়। আবার ভেন্যু যদি হয় আটলান্টিকের পশ্চিম পারে তাহলে কাপ পশ্চিম পাড়েরই কোন দেশ জয় করে নেয়। আসুন, নীচের তালিকা দেখে এর সত্যতা যাচাই করার বৃথা চেষ্টা করি। Year Host Country Winner Score 1930 Uruguay Uruguay Uruguay 4-2 Argentina 1934 Italy Italy Italy 2-1 Czechoslovakia 1938 France Italy Italy 4-2 Hungary 1942 not held 1946 not held 1950 Brazil Uruguay Uruguay 2-1 Brazil 1954 Switzerland Germany Germany 3-2 Hungary 1958 Sweden Brazil Brazil 5-2 Sweden 1962 Chile Brazil Brazil 3-1 Czechoslovakia 1966 England England England 4-2 Germany 1970 Mexico Brazil Brazil 4-1 Italy 1974 Germany Germany Germany 2-1 Holland 1978 Argentina Argentina Argentina 3-1 Holland 1982 Spain Italy Italy 3-1 Germany 1986 Mexico Argentina Argentina 3-2 Germany 1990 Italy Germany Germany 1-0 Argentina 1994 US Brazil Brazil 3-2 Italy 1998 France France France 3-0 Brazil 2002 Japan / S. Korea Brazil Brazil 2-0 Germany 2006 Germany Italy Italy 1-1 (5-3) France 2010 South Africa Spain Sapin 1-0 Netherlands

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.