আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালের ১৭ এপ্রিলের মুজিবনগর সরকারও কি অবৈধ?? -- প্রশ্ন আদালতের কাছে...

অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,

সংবিধান সংশোধনের ব্যাপারে অনেক কথা হচ্ছে। । সবর্শেষ আপিল বিভাগের ৭২'এর সংবিধান পুন:বহাল করার রায়। । কিন্তু বলা হলো মুস্তাক, সায়েম, জিয়ার সামরিক আইন বাতিল ও তাদেরকে ভৎর্সনা করার কথা বলা হলো!!! এখন ব্যাপারটা হলো ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিল,,, তার পরদিন কোন বৈধ সরকারের ক্ষমতা নেয়ার কি উপায় ছিল??? তার মৃত্যুর আগে রাষ্ট্রপতি শাসিত একদলীয় শাসন ব্যবস্থা(বাকশাল) সে পথ নিজই বন্ধ করে দিয়েছিল বঙ্গবন্ধু... সুতরাং,, রাষ্ট্র চালাতে হতে রাজার দরকার...কিন্তু বৈধ পথে আসার উপায়'তো ১৯৭৫ সালের ১৬ আগস্ট কারোই ছিলনা।

। । ৫ম সংবিধান সংশোধনী অবৈধ করা হলো। । এখন ৫ম সংবিধান সংশোধনী না করে কি উপায় ছিল?? কারন, ৪র্থ সংবিধান সংশোধনীতে বাকশাল তথা গণতন্ত্রের পথ রুদ্ধ করার বিরুদ্ধে ৫ম সংবিধান সংশোধনী ছিল ইতিহাসের অপরিহার্য পদক্ষেপ।

। ইতিহাসের অপরিহার্যতা অস্বীকার করে যদি মুস্তাক, সায়েম, জিয়ার সামরিক আইন বাতিল ও ভৎর্সনা করা হয় । । তবে''''''''''''''''''''' যে সরকারের উপর ভিত্তি করে ১৯৭১ সালের স্বাধীনতা পেয়েছি,,সেই মুজিবনগর সরকারও কি অবৈধ?? কেউ'তো তাকে নির্বাচিত করেনি??? আদালতের জবাব কি হতে পারে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।